Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পার্শ্বশিক্ষক, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, এসএসকে এবং এমএসকে শিক্ষকদের জন্য আগামী সপ্তাহে কি সুখবর আসছে ?

 ডেস্ক রিপোর্ট : দীর্ঘ দিন ধরেই  তাদের বেতন বৃদ্ধি হবে এমন আশায় বুক বাঁধছিলেন পার্শ্বশিক্ষকরা। কিন্তু সেরকম কিছু হয়নি। যখন বেতন বৃদ্ধির প্রক্রিয়া কিছুটা এগোলো ঠিক তখনই উপস্থিত অতিমারী করোনা ও ভয়ঙ্কর ঘূর্ণি ঝড় উম্ফান। কিন্তু এর মধ্যেই তাদের নিয়ে আশার কথা শোনালেন তৃণমূল কংগ্রেস শিক্ষা সেলের সেন্ট্রাল কমিটির কনভেনার  জয়দেব গিরি। তিনি জানান খুব শীঘ্রই বেতন বাড়তে চলেছে প্যারাটিচার, শিক্ষা বন্ধু, স্পেশাল এডুকেটর, এস এস কে এবং এম এস কে শিক্ষকদের। তিনি জানান কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে পিএবি রিপোর্ট সব রাজ্যই পাঠিয়ে দিয়েছে। তিনি বলেন আগামী ৩রা জুন নাগাদ কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হবে কোন রাজ্যকে কত টাকা সমগ্র শিক্ষা মিশনে দেওয়া হলো। এবারই প্রথম মূল টাকা কি ভাবে খরচ করা হবে সে সম্পর্কে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। এরপর এই অ্যালটমেন্ট দেখে রাজ্য গুলি তাদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করবেন বলে জয়দেববাবু জানিয়েছেন। তাঁর কথা অনুযায়ী আগামী ১৮ই জুনের মধ্যে পশ্চিমবঙ্গে  বেতন বৃদ্ধির বিষয়টা পরিষ্কার হয়ে যাবে ।