Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পার্শ্বশিক্ষক, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, এসএসকে এবং এমএসকে শিক্ষকদের জন্য আগামী সপ্তাহে কি সুখবর আসছে ?

 ডেস্ক রিপোর্ট : দীর্ঘ দিন ধরেই  তাদের বেতন বৃদ্ধি হবে এমন আশায় বুক বাঁধছিলেন পার্শ্বশিক্ষকরা। কিন্তু সেরকম কিছু হয়নি। যখন বেতন বৃদ্ধির প্রক্রিয়া কিছুটা এগোলো ঠিক তখনই উপস্থিত অতিমারী করোনা ও ভয়ঙ্কর ঘূর্ণি ঝড় উম্ফান। কিন্তু এর মধ্যেই তাদের নিয়ে আশার কথা শোনালেন তৃণমূল কংগ্রেস শিক্ষা সেলের সেন্ট্রাল কমিটির কনভেনার  জয়দেব গিরি। তিনি জানান খুব শীঘ্রই বেতন বাড়তে চলেছে প্যারাটিচার, শিক্ষা বন্ধু, স্পেশাল এডুকেটর, এস এস কে এবং এম এস কে শিক্ষকদের। তিনি জানান কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে পিএবি রিপোর্ট সব রাজ্যই পাঠিয়ে দিয়েছে। তিনি বলেন আগামী ৩রা জুন নাগাদ কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হবে কোন রাজ্যকে কত টাকা সমগ্র শিক্ষা মিশনে দেওয়া হলো। এবারই প্রথম মূল টাকা কি ভাবে খরচ করা হবে সে সম্পর্কে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। এরপর এই অ্যালটমেন্ট দেখে রাজ্য গুলি তাদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করবেন বলে জয়দেববাবু জানিয়েছেন। তাঁর কথা অনুযায়ী আগামী ১৮ই জুনের মধ্যে পশ্চিমবঙ্গে  বেতন বৃদ্ধির বিষয়টা পরিষ্কার হয়ে যাবে ।