Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

এস ইউ সি আই সি ৯ দফা দাবিতে স্মারকলিপি দিল দুর্গাপুরের মহকুমা শাসকের কাছে

ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : এস ইউ সি আই সি দুর্গাপুর মহকুমা কমিটির পক্ষ থেকে মঙ্গলবার মহকুমা শাসকের কাছে ৯ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। দুর্গাপুর মহকুমা কমিটির পক্ষ থেকে সোমনাথ ব্যানার্জী ও শিব সাধন মুখার্জী এক প্রেস বিবৃতিতে জানান  "দুর্গাপুরে করোনা প্রকোপ  শুরু হওয়ায় সরকারকে অবিলম্বে মহকুমা হাসপাতলে নমুনা পরীক্ষার ব্যবস্থা করতে হবে। এবং স্থানীয় প্রশাসনকে দুর্গাপুরের বিভিন্ন জায়গায় স্যানিটাইজেশনের কাজ কে আরো জোরদার করতে হবে । দুর্গাপুরে ইতিমধ্যেই কলকারখানা খুলে যাওয়াতে বাইরে থেকে বহু শ্রমিক আসা শুরু হয়েছে এর ফলে সংক্রমণ আরো বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে এ বিষয়ে সরকার ও স্থানীয় প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে ।এর সাথে দুর্গাপুর সহ রাজ্যের সর্বত্র মদের দোকান খুলে দেওয়ার ফলে মূল্যবোধের অবনমন এবং গার্হস্থ্য হিংসা বৃদ্ধি পাচ্ছে। মদ বিক্রি অবিলম্বে বন্ধ করতে হবে। পরিযায়ী শ্রমিকদের অবস্থা বিবেচনা করে তাদের নিখরচায় বিভিন্ন রাজ্য থেকে আনার ব্যবস্থা সরকার ও প্রশাসনকে করতে হবে। সমস্ত মানুষের রেশন কার্ড থাকা বা না থাকা নির্বিশেষে আপৎকালীন জরুরী ভিত্তিতে খাদ্যশস্য আগামী ছয় মাস সরবরাহ করতে হবে।" এস ইউ সি আই সি র পক্ষ থেকে  সোমনাথ ব্যানার্জী এক ভিডিও বার্তায় এই দাবি গুলো তুলে ধরেন, এবং দ্রুত সমাধানের দাবি জানান ।