Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

এস ইউ সি আই সি ৯ দফা দাবিতে স্মারকলিপি দিল দুর্গাপুরের মহকুমা শাসকের কাছে

ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : এস ইউ সি আই সি দুর্গাপুর মহকুমা কমিটির পক্ষ থেকে মঙ্গলবার মহকুমা শাসকের কাছে ৯ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। দুর্গাপুর মহকুমা কমিটির পক্ষ থেকে সোমনাথ ব্যানার্জী ও শিব সাধন মুখার্জী এক প্রেস বিবৃতিতে জানান  "দুর্গাপুরে করোনা প্রকোপ  শুরু হওয়ায় সরকারকে অবিলম্বে মহকুমা হাসপাতলে নমুনা পরীক্ষার ব্যবস্থা করতে হবে। এবং স্থানীয় প্রশাসনকে দুর্গাপুরের বিভিন্ন জায়গায় স্যানিটাইজেশনের কাজ কে আরো জোরদার করতে হবে । দুর্গাপুরে ইতিমধ্যেই কলকারখানা খুলে যাওয়াতে বাইরে থেকে বহু শ্রমিক আসা শুরু হয়েছে এর ফলে সংক্রমণ আরো বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে এ বিষয়ে সরকার ও স্থানীয় প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে ।এর সাথে দুর্গাপুর সহ রাজ্যের সর্বত্র মদের দোকান খুলে দেওয়ার ফলে মূল্যবোধের অবনমন এবং গার্হস্থ্য হিংসা বৃদ্ধি পাচ্ছে। মদ বিক্রি অবিলম্বে বন্ধ করতে হবে। পরিযায়ী শ্রমিকদের অবস্থা বিবেচনা করে তাদের নিখরচায় বিভিন্ন রাজ্য থেকে আনার ব্যবস্থা সরকার ও প্রশাসনকে করতে হবে। সমস্ত মানুষের রেশন কার্ড থাকা বা না থাকা নির্বিশেষে আপৎকালীন জরুরী ভিত্তিতে খাদ্যশস্য আগামী ছয় মাস সরবরাহ করতে হবে।" এস ইউ সি আই সি র পক্ষ থেকে  সোমনাথ ব্যানার্জী এক ভিডিও বার্তায় এই দাবি গুলো তুলে ধরেন, এবং দ্রুত সমাধানের দাবি জানান ।