Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে মেমারির বিধায়কের ত্রিপল প্রদান

সেখ সামসুদ্দিন : ঘুর্ণিঝড় উম্ফানে  মাথার উপর চাল উড়ে যাওয়া পরিবারগুলির হাতে ত্রিপল তুলে দিলেন মেমারি বিধানসভার বিধায়ক নার্গিস বেগম। শুক্রবার তিনি  নিজে বিভিন্ন পঞ্চায়েত এলাকায়  ঘুরে ঘুরে ত্রিপল তুলে দেন। এদিন তিনি দলুইবাজার-১ দালুইবাজার-২ নিমো-১ ও নিমো-২ পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানদের উপস্থিতিতে প্রাপকদের হাতে  ত্রিপল তুলে দেন। এই চারটি পঞ্চায়েতে মোট ১৫০ জনের হাতে ত্রিপল তুলে দেওয়া হয়। আগামী সোমবার বাকি ছয়টি পঞ্চায়েতে ত্রিপল তুলে দেবেন। বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস ও সহ সভাপতি সেখ মোয়াজ্জেম। ইতিমধ্যে ব্লক অফিস ও পঞ্চায়েত সমিতি ঝড়ের পরই ত্রিপল প্রদান করেন, তা যথেষ্ট না হওয়ায় বিধায়ক মানবিকতার  দিক থেকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে প্রাপ্ত ত্রিপল থেকে যতটা সম্ভব দিচ্ছেন। চেষ্টা করছেন আরও বেশি কিছু দেওয়ার। এর মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের পাশাপাশি  বিধানসভা এলাকার সকল অঞ্চলে খাদ্য সামগ্রী প্রদান করেন। সাধারণ মানুষের স্বার্থে দলুইবাজার-২ এ একটি এ্যাম্বুলেন্সও দিয়েছেন।