Scrooling

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

বাউল গানে ভিক্ষালব্ধ অর্থে দুস্থ মুসলমান ভাই-বোনদের ইফতার সামগ্রী দিলেন স্বপন বাউল

বিশেষ সংবাদদাতা : পবিত্র রমজান মাসে পথে পথে বাউলগানে ভিক্ষা করে সম্প্রীতির বার্তা দিয়ে টাকা-পয়সা সাহায্য তুলে  বুধবার বর্ধমানের বি সি রোড মসজিদ সংলগ্ন পাকমারা লেনে, পঁচিশ জন দুস্থ মুসলিম মা বাবা ভাই বোনদের হাতে ইফতার খাদ্য সামগ্রী তুলে দিলেন স্বপন বাউল। সম্পূর্ণ নিজের উদ্যোগে তিনি দুস্থ মানুষদের লাচ্চা সিমুই, মুড়ি, চিড়ে ভাজা, বিস্কুট, চানাচুর, নানারকম ফল ও মিষ্টান্ন  তুলে দিলেন। এবং সম্প্রতির বার্তা দিলেন পূর্ব বর্ধমানের খাজা আনোয়ার বেড় এলাকার  বহুমুখী প্রতিভাবান শিল্পী ও নিঃস্বার্থ বিনাপারিশ্রমিকে  সমাজ সচেতক লোক শিল্পী বাউল স্বপন দত্ত। তিনি তার নিজের লেখা সুরে বাউলগানে বলেন যে আমাদের মনটা হোক অনেক বড় আকাশের মতো সারা পৃথিবীটা একটাই দেশ , সবাই আমার আপনজন।  গানে গানে এটাও বলেন জাত পাতের ভেদাভেদ ভুলে যাবো ধর্মের ভেদাভেদ ভুলে যাবো। সবার উপর মানুষ সত্য , দেখি মানুষের মাঝে মানুষ রতন। স্বপন বাউল এক হিন্দু ভাই হয়ে মুসলিম ভাইবোনদের সকলকেই  আপনজন করে নিলেন ইফতার খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দিয়ে ।। এবং তার এই সমাজ সচেতনের গানে বহু মানুষ সম্প্রীতির বার্তা পেয়ে সকলেই সাধুবাদ জানায় স্বপন বাউলকে । বড়বাজার মসজিদের কাছেই পাকমারা গলিতে এই স্বপন বাউলের নিজের উদ্যোগে ইফতার ত্রান বিলি  দেখেই নিকটবর্তী রফিক ক্লাবের সকল সদস্য এসে স্বপন বাউলের এই সমাজ সচেতনের কাজের পাশে দাঁড়ায় এবং ঐ এলাকার বিশিষ্ঠ  শিল্পী এবং শিল্প অনুরাগী বাক্তিত্ব তিতা মূল্যবান বক্তব্য রেখে স্বপন দত্ত বাউলের  প্রশংসা করে বলেন এই পবিত্র রমজান মাসে এক হিন্দু বাউল ছেলে হয়ে পথে পথে ভিক্ষা করে দুস্থ মুসলিম ভাই বোনদের হাতে ইফতার খাদ্য সামগ্রী তুলে দিয়ে সত্যি সম্প্রতির বার্তা দিয়ে এক নজির সৃষ্টি করলেন পূর্ব বর্ধমান জেলায়।