Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বাউল গানে ভিক্ষালব্ধ অর্থে দুস্থ মুসলমান ভাই-বোনদের ইফতার সামগ্রী দিলেন স্বপন বাউল

বিশেষ সংবাদদাতা : পবিত্র রমজান মাসে পথে পথে বাউলগানে ভিক্ষা করে সম্প্রীতির বার্তা দিয়ে টাকা-পয়সা সাহায্য তুলে  বুধবার বর্ধমানের বি সি রোড মসজিদ সংলগ্ন পাকমারা লেনে, পঁচিশ জন দুস্থ মুসলিম মা বাবা ভাই বোনদের হাতে ইফতার খাদ্য সামগ্রী তুলে দিলেন স্বপন বাউল। সম্পূর্ণ নিজের উদ্যোগে তিনি দুস্থ মানুষদের লাচ্চা সিমুই, মুড়ি, চিড়ে ভাজা, বিস্কুট, চানাচুর, নানারকম ফল ও মিষ্টান্ন  তুলে দিলেন। এবং সম্প্রতির বার্তা দিলেন পূর্ব বর্ধমানের খাজা আনোয়ার বেড় এলাকার  বহুমুখী প্রতিভাবান শিল্পী ও নিঃস্বার্থ বিনাপারিশ্রমিকে  সমাজ সচেতক লোক শিল্পী বাউল স্বপন দত্ত। তিনি তার নিজের লেখা সুরে বাউলগানে বলেন যে আমাদের মনটা হোক অনেক বড় আকাশের মতো সারা পৃথিবীটা একটাই দেশ , সবাই আমার আপনজন।  গানে গানে এটাও বলেন জাত পাতের ভেদাভেদ ভুলে যাবো ধর্মের ভেদাভেদ ভুলে যাবো। সবার উপর মানুষ সত্য , দেখি মানুষের মাঝে মানুষ রতন। স্বপন বাউল এক হিন্দু ভাই হয়ে মুসলিম ভাইবোনদের সকলকেই  আপনজন করে নিলেন ইফতার খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দিয়ে ।। এবং তার এই সমাজ সচেতনের গানে বহু মানুষ সম্প্রীতির বার্তা পেয়ে সকলেই সাধুবাদ জানায় স্বপন বাউলকে । বড়বাজার মসজিদের কাছেই পাকমারা গলিতে এই স্বপন বাউলের নিজের উদ্যোগে ইফতার ত্রান বিলি  দেখেই নিকটবর্তী রফিক ক্লাবের সকল সদস্য এসে স্বপন বাউলের এই সমাজ সচেতনের কাজের পাশে দাঁড়ায় এবং ঐ এলাকার বিশিষ্ঠ  শিল্পী এবং শিল্প অনুরাগী বাক্তিত্ব তিতা মূল্যবান বক্তব্য রেখে স্বপন দত্ত বাউলের  প্রশংসা করে বলেন এই পবিত্র রমজান মাসে এক হিন্দু বাউল ছেলে হয়ে পথে পথে ভিক্ষা করে দুস্থ মুসলিম ভাই বোনদের হাতে ইফতার খাদ্য সামগ্রী তুলে দিয়ে সত্যি সম্প্রতির বার্তা দিয়ে এক নজির সৃষ্টি করলেন পূর্ব বর্ধমান জেলায়।