চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসকদের পিপিই পোশাক ও মাস্ক দিল বর্ধমানের সর্ব মিলন সংঘ

অর্ঘ্য ব্যানার্জী, বর্ধমান : করোনা পরিস্থিতিতে হাসপাতালের চিকিৎসক, নার্স থেকে স্বাস্থ্য কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন। এই অবস্থায় পূর্ব বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকদের পিপিই পোষাক ও মাস্ক দিল বর্ধমানের সর্বমিলন সংঘ। সোমবার বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক এর হাত দিয়ে স্বাস্থ্য পরিষেবার সামগ্রী প্রদান করে সর্ব মিলন সংঘ। এদিন ১০ জনের হাতে পিপিই পোশাক ও মাস্ক তুলে দেওয়া হয়। ক্লাবের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ মন্ডল, মহম্মদ হোসেন সহ অন্যান্যরা।
 করোনা সংকটে এই রকম মহান কাজে এগিয়ে আসার জন্য বিধায়ক নিশীথ কুমার মালিক সর্ব মিলন সংঘের সকলকে বিশেষ ভাবে ধন্যবাদ জানান ।