Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পূর্ব বর্ধমান জেলায় ফের একদিনে করোনা আক্রান্ত ৮ জন, কি বললেন জেলাশাসক

ডেস্ক রিপোর্ট : লকডাউনের রাশ আলগা হতেই পূর্ব বর্ধমান জেলা জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। বুধবারই নতুন করে ৮ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্তের সংখ্যা যে হারে বাড়ছে তাতে আশঙ্কার মেঘ ক্রমশঃ ঘনীভূত হচ্ছে। বাইরে থেকে পরিযায়ী শ্রমিকরা আসার ফলেই করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী জানিয়েছেন, এই আক্রান্তদের মধ্যে ২ বছরের এক শিশু রয়েছে। ভাতারের কালিপাহাড়ীতে বাবা মায়ের সঙ্গে ভিন রাজ্য থেকে ফিরেছে। এছাড়া বর্ধমান  পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বেলপুকুর এলাকায় ১জন, রায়না ২ ব্লকের আলমপুরে ১জন, মেমারীর ১ ব্লকের বিজড়াগ্রামে ২জন,  এবং কালনা ২নং ব্লকে ৩জনের করোনা রিপোর্ট পজিটিভ। আক্রান্তদের  দুর্গাপুরে সনকা কোডিভ হাসপাতালে পাঠানো হচ্ছে। একইসঙ্গে তাঁদের এবং পরিবারের সংস্পর্শে আসা মানুষজনকে কোয়ারাণ্টাইন সেণ্টারে পাঠানো হচ্ছে। পাশাপাশি ওই সমস্ত এলাকাকে কন্টেনমেণ্ট জোন করার সঙ্গে জেলা প্রশাসন সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছে।