Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পূর্ব বর্ধমান জেলায় ফের একদিনে করোনা আক্রান্ত ৮ জন, কি বললেন জেলাশাসক

ডেস্ক রিপোর্ট : লকডাউনের রাশ আলগা হতেই পূর্ব বর্ধমান জেলা জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। বুধবারই নতুন করে ৮ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্তের সংখ্যা যে হারে বাড়ছে তাতে আশঙ্কার মেঘ ক্রমশঃ ঘনীভূত হচ্ছে। বাইরে থেকে পরিযায়ী শ্রমিকরা আসার ফলেই করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী জানিয়েছেন, এই আক্রান্তদের মধ্যে ২ বছরের এক শিশু রয়েছে। ভাতারের কালিপাহাড়ীতে বাবা মায়ের সঙ্গে ভিন রাজ্য থেকে ফিরেছে। এছাড়া বর্ধমান  পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বেলপুকুর এলাকায় ১জন, রায়না ২ ব্লকের আলমপুরে ১জন, মেমারীর ১ ব্লকের বিজড়াগ্রামে ২জন,  এবং কালনা ২নং ব্লকে ৩জনের করোনা রিপোর্ট পজিটিভ। আক্রান্তদের  দুর্গাপুরে সনকা কোডিভ হাসপাতালে পাঠানো হচ্ছে। একইসঙ্গে তাঁদের এবং পরিবারের সংস্পর্শে আসা মানুষজনকে কোয়ারাণ্টাইন সেণ্টারে পাঠানো হচ্ছে। পাশাপাশি ওই সমস্ত এলাকাকে কন্টেনমেণ্ট জোন করার সঙ্গে জেলা প্রশাসন সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছে।