Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মেমারিতে অসহায় গরীব মানুষের পাশে পঃ বঃ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি

সেখ সামসুদ্দিন :লকডাউন সময়ে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে অসহায় গরীব মানুষের পাশে দাঁড়াচ্ছে। ভাতাড়, মেমারি, বর্ধমান, জামালপুর সহ অন্যান্য ব্লকে তৃণমূল শিক্ষক সমিতি দুস্থ মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। মেমারি ব্লক কমিটির উদ্যোগে শুক্রবার তৃতীয় দফায় খাদ‍্য সামগ্রী তুলে দেওয়া হয় অসহায় পরিবারের হাতে। উপস্থিত ছিলেন মেমারি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, জেলা তৃণমূল ছাত্র পরিষদ সহসভাপতি মুকেশ শর্মা, সমাজসেবী শুভেন্দু গুহ, শিক্ষক সংগঠনের ব্লক সভাপতি কৌশিক মল্লিক, শিক্ষক পীযূষ বোস সহ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ। কৌশিক মল্লিক জানান এদিন ৯৫ টি পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, পিঁয়াজ, কুমড়ো,  বিস্কুট, সাবান ইত্যাদি দেওয়া হয়েছে। তারা ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্তের সঙ্গে সম্মিলিত ভাবে এক হাজারের বেশি  মানুষের জন্য অন্নক্ষেত্র চালিয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডের গরীব পরিবারের হাতে খাদ‍্য সামগ্রী তুলে দিচ্ছেন।