সেখ সামসুদ্দিন : লকডাউন পরিস্থিতিতে পূর্ব বর্ধমানে মেমারি ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক মল্লিকের উদ্যোগে ৯ নং ওয়ার্ডে ঈদ উৎসবের প্রাক্কালে রমজান মাসের রোজদারদের হাতে ইফতারের সামগ্রী তুলে দেওয়া হয়। চতুর্থ লকডাউনের দ্বিতীয় দিনে ১০১ জন রোজদারের হাতে শসা, কলা, আম, তরমুজ, বড় লেরো বিস্কুট, মুড়ি, লস্যি, চিনি, সিমুই, ঘি ইত্যাদি খাদ্য সামগ্রী প্রদান করা হয়। উপস্থিত ছিলেন মেমারি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, মেমারি ব্লক শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক মল্লিক, সমাজসেবী শুভেন্দু গুহ, সোনা বিশ্বাস, জাহির সেখ সহ ওয়ার্ড কমিটির সদস্যবৃন্দ। করোনা সংকটে খাদ্য সামগ্রী পেয়ে খুশি রোজদাররা।