Scrooling

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

জামালপুরে ব্লক প্রশাসনের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল পঃ বঃ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি

অতনু হাজরা : পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জামালপুর ব্লক কমিটি। প্রশাসনের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দিলেন।  করোনা সংকট মোকাবিলা করার জন্য ব্লকের বিভিন্ন শিক্ষকদের পক্ষ থেকে বুধবার  বিডিও শুভঙ্কর মজুমদারের হাতে ২ কুইন্টাল চাল, ২ কুইন্টাল আলু, ৫০ কেজি ডাল, ২০০ প্যাকেট বিস্কুট, ২০ কেজি সয়াবিন, ২০০ পিস মাস্ক ও ১০০ পিস সাবান তুলে দিলেন তাঁরা। শিক্ষক সংগঠনের তরফে বলা হয়েছে এই সংকটময় পরিস্থিতিতে  ব্লকের অনেক মানুষ ঠিক মতো খেতে পাচ্ছেন না, তাই তারা যাতে ঠিক ভাবে খেতে পায় সেই জন্য  বি ডি ও'র হাতে এই ত্রান তুলে দেওয়া হলো। বি ডি ও শুভঙ্কর মজুমদার শিক্ষকদের এই কাজের জন্য  শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ জানান।