চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

মেমারির সম্মিলনী ক্লাবের উদ্যোগে ও ব্যবসায়ী সমিতির সহযোগিতায় দু'দিনের রক্তদান শিবির

সেখ সামসুদ্দিন :  মেমারি পুরসভার তিন নম্বর ওয়ার্ডের সম্মিলনী ক্লাবের উদ্যোগে এবং মেমারি ব‍্যবসায়ী কল‍্যাণ সমিতির সহযোগিতায় দুদিনের রক্তদান শিবির করা হয়। সম্মিলনী ক্লাবের উপদেষ্টা ও অন‍্যতম সদস‍্য মহঃ আবু হোসেন জানান তাদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুইদিনের রক্তদান শিবিরের আয়োজন করা হলেও মহিলা পুরুষ নির্বিশেষে এত মানুষ উৎসাহি যে রক্তদান শিবির তিন দিন করতে পারলে সুবিধা হয়। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দেখব সরকারি নিয়ম মেনে যদি সম্ভব হয় চেষ্টা করব। রক্তদান শিবিরে সংগৃহীত রক্ত   বর্ধমান শহীদ শিবশঙ্কর সমিতির রশ্মি ব্লাড ব‍্যাঙ্কের হাতে তুলে দেওয়া হয়।


এদিন উপস্থিত ছিলেন মেমারি পুরসভার প্রশাসক সদস‍্য সুপ্রিয় সামন্ত, তৃণমূল কংগ্রেসের মেমারি ১ ব্লক যুব সভাপতি নিত‍্যানন্দ ব‍্যানার্জী, মেমারি ব‍্যবসায়ী কল‍্যাণ সমিতির সভাপতি কুমার কান্তি রায়, সম্পাদক রামকৃষ্ণ হাজরা সহ সদস‍্যবৃন্দ, ক্লাব সভাপতি সেখ সোভান, সেখ সাইদুল সহ সকল সদস‍্যবৃন্দ। এদিন ৪০ জন মহিলা ও পুরুষ ও মহিলা রক্ত দান করেন। এবং দুই দিনে মোট আশি জনের রক্ত সংগ্রহ করা হবে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়।