চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭৪

ডেস্ক রিপোর্ট : পূর্ব বর্ধমান জেলায় ফের ৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭৪ জন। শুক্রবার আক্রান্ত হয়েছেন ৫ জন। তারমধ্যে বর্ধমান পুর এলাকায় ১ জন, বর্ধমান ২ ব্লকে ১ জন, ভাতাড়ে ২ জন এবং কেতুগ্রাম ১ ব্লকে ১ জন।
 সরকারি রিপোর্টে জানানো হয়েছে পূর্ব বর্ধমান জেলায় এখন পর্যন্ত ৭৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৪৪ জনের চিকিৎসা চলছে। ৩০ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে সরকারি রিপোর্টে করোনা সংক্রমণে মৃত্যুর কোনো তথ্য নেই।
এখন পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রয়েছেন ১ হাজার ৬২৪ জন। বাড়ির কোয়ারান্টাইনে রয়েছেন ২৩ হাজার ৩০৮ জন। মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশ  থেকে ফিরে কোয়ারান্টাইনে আছেন ১৪৯৯ জন। ভারতের অন্যান্য রাজ্য থেকে এসে কোয়ারান্টাইনে আছেন ৭৪ জন। এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন সেন্টার থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ১৬৯ জন।
পূর্ব বর্ধমান জেলায় করোনা পরীক্ষার জন্য এখন পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ১৯৯ জনের, এর মধ্যে পরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে ৬ হাজার ৮৫০ জনের। পরীক্ষায় করোনা রিপোর্ট নেগেটিভ হয়েছে ৬ হাজার ৮০৩ জনের। আজ পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় মোট কনটেইনমেন্ট জোনের সংখ্যা ৫৩ টি। সব মিলিয়ে পূর্ব বর্ধমান জেলা যে ভালো জায়গায় নেই সেটা বলার অপেক্ষা রাখে না। যত পরিযায়ী শ্রমিকরা ফিরছেন ততই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।