Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

লকডাউনে বিভিন্ন দাবীতে সিটু এবং মহিলা সমিতির রাস্তায় বিক্ষোভ প্রদর্শন

অতনু হাজরা : লকডাউন পরিস্থিতিতে বিভিন্ন দাবী নিয়ে বামপন্থীরা পথে নেমেছে। সি আই টি ইউ এবং  সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতি জামালপুর ১ সমন্বয় কমিটির পক্ষ থেকে সোমবার  জামালপুর বিডিও অফিস সংলগ্ন রাস্তায় বিক্ষোভ দেখায়। তাদের দাবী সমূহের মধ্যে রয়েছে পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য বিধি মেনে দ্রুত ঘরে ফেরানোর ব্যবস্থা করা, লকডাউন পরিস্থিতিতে শ্রমজীবী পরিবারের বিদ্যুৎ বিল মুকুব করা, সমস্ত পরিবারকে রেশনে ৩৫ কেজি খাদ্যশস্য বিনামূল্যে প্রদান করা, সমস্ত পরিযায়ী শ্রমিকদের মাসিক ৭৫০০ টাকা ভাতা প্রদান করা, পরিযায়ী শ্রমিক যারা দূর্ঘটনাই মারা যাচ্ছেন তাদের পরিবার কে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এই সব দাবী তুলে সিপিআই(এম) এর দুই শাখা সংগঠন সামাজিক দূরত্ব বজায় রেখে পথে নেমেছে।