Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ধমানেই হচ্ছে কোবিড হাসপাতাল, জানালেন জেলাশাসক বিজয় ভারতী

ডেস্ক রিপোর্ট : পূর্ব বর্ধমান জেলায় প্রতিদিনই একের পর এক পরিযায়ী শ্রমিকদের নিয়ে স্পেশাল ট্রেন ঢুকছে। ভিন রাজ্য থেকে শ্রমিকরা আসার ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি পর্যালোচনা করে পূর্ব বর্ধমানেই করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য কোবিড হাসপাতাল তৈরীর সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন।
শুক্রবার জেলাশাসক বিজয় ভারতী এমনটাই জানালেন। তিনি বলেন, এতদিন বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের ধারে বামচাঁন্দাইপুরের যে বেসরকারি হাসপাতালকে (ক্যামরি) প্রি কোভিড হাসপাতাল বলে চিহ্নিত করা হয়েছিল। এখন থেকে আর প্রি কোভিড নয় ওই হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা করা হবে। এটাই হবে পূর্ব বর্ধমান জেলায় কোবিড হাসপাতাল।
ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা জেলায় ফিরতেই হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত দু'দিনে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে।


এতদিন ধরে বামচাঁন্দাইপুরে ওই বেসরকারি হাসপাতালে হাইলি সাসপেক্ট রুগীদের চিকিৎসা করা হচ্ছিল। চিকিৎসাধীন রুগীদের  লালারস সংগ্রহ করে পরীক্ষায় পজিটিভ  মিললে তাঁদের দুর্গাপুরের বেসরকারি কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছিল। কিন্তু পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতেই জেলায় এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৭৪। তাহলে স্বাভাবিক ভাবেই রুগীদের চাপ বাড়ছে কোভিড হাসপাতালে। তাই চাপ কমাতেই তড়িঘড়ি প্রি কোভিড হাসপাতালকে কোভিড হাসপাতালে উন্নীত করা হচ্ছে।

জেলাশাসক বিজয় ভারতী জানান ইতিমধ্যেই ২৫ টি শ্রমিক স্পেশাল ট্রেনে পাঁচ হাজার ৬০০ জন ফিরেছে পূর্ব বর্ধমান জেলায়। এর বাইরে বাস বা অন্যান্য ভাবেও বহু মানুষ ভিন রাজ্য থেকে ফিরেছে। সব মিলিয়ে  ২০ থেকে ২২ হাজার মানুষ ফিরে গেছে জেলায়। এখনো ২৫ টি শ্রমিক স্পেশাল ট্রেন আসবে।  জেলার ২১৫ টি পঞ্চায়েত এলাকার স্কুলে কোয়ারান্টাইন  সেন্টার চালু করা হচ্ছে।