Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

গ্রামের অসহায় মানুষের পাশে পঃ বঃ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি

অতনু হাজরা, হাটগোবিন্দপুর : করোনা সংকটের জেরে পুরো দেশ জুড়ে চলছে লকডাউন। এরই মাঝে আবার পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে গেছে ভয়ঙ্কর ঘূর্ণি ঝড় উম্ফান। প্রচুর মানুষ অসহায় ভাবে দিন কাটাচ্ছেন। সেই অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়ালো পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলা কমিটি। এই লকডাউন সময় জুড়ে তাঁরা জেলার বিভিন্ন ব্লকে গিয়ে আদিবাসী পাড়ায় খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে আসছেন।শুক্রবার সংগঠনের জেলা সভাপতি তপন দাসের উদ্যোগে


হাটগোবিন্দপুরের নবস্তা ২ এর গাংগোয়া গ্রামের আদিবাসী পাড়ায় গিয়ে ১৫০ পরিবারের হাতে ডাল, তেল, নুন, সয়াবিন, মশলা, মুড়ি সহ নানা পৌঁছে দেন। আজ শিক্ষক সংগঠনকে উজ্জীবিত করতে তাঁদের সাথে ছিলেন  বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে জেলা সভাপতি তপন দাস ছাড়াও শুভাশীষ ভট্টাচার্য্য, অতনু নায়েক, দেবব্রত মুখার্জী, রবিকিরণ মুখার্জী, কৃষ্ণাশীষ সাহা সহ আরো অনেক শিক্ষকবৃন্দ। পঃ বঃ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির লকডাউন জুড়ে করে যাওয়া কাজের প্রশংসা করেন বিধায়ক নিশীথ কুমার মালিক। তপন বাবু বলেন এই অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়াতে পেরে তাঁদের খুবই ভালো লাগছে। তিনি বলেন এই কাজে তাঁকে সর্বোতভাবে সাহায্য করছেন বিভিন্ন ব্লকের শিক্ষক শিক্ষিকারা। তিনি তাঁদের সকলকে ধন্যবাদ জানান।