Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

গ্রামের বিশিষ্টজনদের সহায়তায় গরীর অসহায় মানুষদের অন্ন প্রদান

অর্ঘ্য ব্যানার্জী : লকডাউন পরিস্থিতিতে দিনমজুররা চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। সরকারি ভাবে রেশনে চাল ডাল দেওয়া হলেও নানা জটিলতায় এখনও অনেকেই পাননি। যদিও সকলকে রেশন দেবার নির্দেশ দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনও মুখ্যমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে তৎপর রয়েছে। তবুও গরীব অসহায় মানুষদের জীবন জীবিকা নিয়ে রাতের ঘুম নেই বললেই চলে। এই অবস্থায় মঙ্গলবার  বর্ধমান ২ ব্লকের বিশিষ্টজনদের সহায়তায় নাদুর গ্রামে  দিন আনে দিন খায় মানুষের  মুখে অন্ন তুলে দেওয়া হয়। এদিনের মেনুতে ছিল ভাত, ডাল, সবরকম  সবজি দিয়ে তরকারি ও আলু দিয়ে  মাংসের ঝোল। আয়োজকরা  জানান যতদিন লকডাউন চলবে তারা এই রকমই  মানুষের পাশে থেকে সহযোগিতা করবেন। মঙ্গলবার ২০০ জনের মুখে অন্ন তুলে দেওয়া হয়। এছাড়া  শক্তিগড় থানার পক্ষ থেকে ৫৫ জনের খাবার দেওয়া হয়।  সেই খাবার শক্তিগড় টেশনের গরিব দুঃখী মানুষদের খাওয়ানো হয়।