Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

গ্রামের বিশিষ্টজনদের সহায়তায় গরীর অসহায় মানুষদের অন্ন প্রদান

অর্ঘ্য ব্যানার্জী : লকডাউন পরিস্থিতিতে দিনমজুররা চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। সরকারি ভাবে রেশনে চাল ডাল দেওয়া হলেও নানা জটিলতায় এখনও অনেকেই পাননি। যদিও সকলকে রেশন দেবার নির্দেশ দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনও মুখ্যমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে তৎপর রয়েছে। তবুও গরীব অসহায় মানুষদের জীবন জীবিকা নিয়ে রাতের ঘুম নেই বললেই চলে। এই অবস্থায় মঙ্গলবার  বর্ধমান ২ ব্লকের বিশিষ্টজনদের সহায়তায় নাদুর গ্রামে  দিন আনে দিন খায় মানুষের  মুখে অন্ন তুলে দেওয়া হয়। এদিনের মেনুতে ছিল ভাত, ডাল, সবরকম  সবজি দিয়ে তরকারি ও আলু দিয়ে  মাংসের ঝোল। আয়োজকরা  জানান যতদিন লকডাউন চলবে তারা এই রকমই  মানুষের পাশে থেকে সহযোগিতা করবেন। মঙ্গলবার ২০০ জনের মুখে অন্ন তুলে দেওয়া হয়। এছাড়া  শক্তিগড় থানার পক্ষ থেকে ৫৫ জনের খাবার দেওয়া হয়।  সেই খাবার শক্তিগড় টেশনের গরিব দুঃখী মানুষদের খাওয়ানো হয়।