অতনু হাজরা, জামালপুর : দেশজুড়ে লকডাউন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে গিয়েছিল জামালপুর লায়ন্স ক্লাবের চক্ষু হাসপাতাল। দীর্ঘদিন বন্ধ থাকার পর সোমবার তাদের আউট ডোর খুললো। অনলাইন ও ফোনে নাম লেখানো হচ্ছে। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে ও সরকারি নির্দেশে যথেষ্ট ব্যবস্থা নিয়েই চালু হল চক্ষু পরীক্ষার কাজ। চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা প্রত্যেকেই পি পি ই পরিহিত হয়েই রোগী দেখছেন। থার্মালগান দিয়ে পরীক্ষার পর সানিটাইজ করে রোগীদের হাসপাতালের ভিতরে ঢোকানো হচ্ছে। রোগীদের মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে। ভিতরে রোগীদের মধ্যে যাতে যথেষ্ট দূরত্ব বজায় থাকে সে ব্যবস্থাও জামালপুর লায়ন্স ক্লাবের পক্ষ থেকে করা হয়েছে। অনেকদিন বন্ধ থাকার পর লায়ন্স ক্লাব খোলায় এলাকার মানুষদের সুবিধাই হলো।