চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

পূর্ব বর্ধমানে করোনা আক্রান্তের সংখ্যা সেঞ্চুরির পথে, কোথায় কতজন জানতে ক্লিক করুন

ডেস্ক রিপোর্ট : পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্তের সংখ্যায় সেঞ্চুরি করতে এখন সময়ের অপেক্ষা মাত্র। হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৯ জনের করোনা রিপোর্ট পজিটিভ। পূর্ব বর্ধমান জেলায় শনিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা  দাঁড়ালো ৯৩ জন। জেলাশাসক বিজয় ভারতী জানিয়েছেন, এদের মধ্যে বর্ধমান ১ ব্লকের রয়েছেন ২ জন, কাটোয়া ২ ব্লকে ৩ জন,  কালনা ১ ব্লকে ৩ জন, কেতুগ্রাম ১ ব্লকে  ১ জন, কেতুগ্রাম ২ ব্লকে ৩ জন,মেমারী ২ ব্লকে ২ জন, জামালপুর ব্লকে ১ জন, মন্তেশ্বর ব্লকে ২ জন, মঙ্গলকোটে ২ জন, এবং রায়না ২ ব্লকে ১জন। এছাড়া একজন আক্রান্তের ঠিকানা  জানা যায়নি।
জেলাশাসক জানিয়েছেন, আক্রান্তরা সকলেই অন্য রাজ্য থেকে ফিরেছে। তাদের  দুর্গাপুরে সনকা কোভিড হাসপাতালে পাঠানো হচ্ছে। পাশাপাশি আক্রান্তদের এলাকা কন্টেইনমেন্ট জোন করার কাজ শুরু হয়েছে।পূর্ব বর্ধমান জেলায় শনিবার পর্যন্ত কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ৫৯ টি