Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মেমারিতে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিধায়কের বৈঠক

সেখ সামসুদ্দিন : সুপার সাইক্লোন উম্ফানের তান্ডবে মেমারি বিধানসভা এলাকায়ও গাছপালা ভেঙ্গে পড়ার সঙ্গে গরীব মানুষের বসতবাড়িরও ক্ষয়ক্ষতি হয়েছে। যাদের ব‍্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের ত্রিপল দেওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার বিধায়ক নার্গিস বেগম, মেমারি ১ ব্লকের বিডিও বিপুল কুমার মন্ডল ও পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাসকে নিয়ে মিটিং করলেন। বিডিও অফিসে বসে এই মিটিংয়ে বিশেষ করে যাদের বাড়ির চাল উড়ে গেছে, বিধায়ক নার্গিস বেগম এলাকার জন প্রতিনিধি, প্রধান, অঞ্চল সভাপতি ও মেমারি ১ এর পঞ্চায়েত সমিতির সভাপতি ও বিডিও মেমারি ১ এর কাছে রিপোর্টের ভিত্তিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের  ত্রিপল প্রদান করবেন এবং আরও ত্রিপল পাঠানোর জন্য জেলা শাসকের কাছে রিপোর্ট পাঠিয়ে আবেদন করলেন।

 এদিকে বিধ্বংসী ঘূর্ণিঝড়ে মেমারি বিধানসভা এলাকার দুর্গাপুর পঞ্চায়েতের অধীন যে বস্তা কারখানাটি আছে তার মালিক তার কারখানার ক্ষয়ক্ষতি তুলে ধরেন বিধায়ক নার্গিস বেগমের কাছে। ক্ষয়ক্ষতির মধ্যে যেমন টিনের সেড উড়ে গেছে, মেশিনে জল ঢুকে অনেক মেশিন অকেজো হয়ে গেছে, এছাড়াও আরো অনেক কিছু ক্ষতি হয়েছে বলে কারখানার মালিক বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেন।