Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

করোনা সংকটে আশ্রমে লোকনাথ বাবার তিরোধান দিবসের অনুষ্ঠান বাতিল, নিজের ঘরেই স্মরণ করুন

ডেস্ক রিপোর্ট : করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউন চলেছে। লকডাউন উঠে যাওয়ার পরেও বেশ কিছুদিন সভা,সমিতি ও জমায়েত করার উপরে সরকারি তরফে  নিয়ম নীতি লাগু থাকবে। মন্দির, মসজিদ,গীর্জা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান গুলির ক্ষেত্রেও নিয়মের হেরফের হবে না বলেই জানাগেছে। সেই নিরিখে বিভিন্ন আশ্রম কতৃপক্ষও উৎসব, অনুষ্ঠান বাতিল করছে। বর্ধমানের খোসবাগান নারকেল বাগান মোড়ে শ্রীশ্রী লোকনাথ আশ্রম বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে। জগদগুরু লোকনাথ সঙ্ঘ (ট্রাস্ট) এর  অধ্যক্ষা তন্দ্রা রায় জানিয়েছেন, 'সমগ্র বিশ্বব্যাপী করোনা ভাইরাস ঘটিত মহামারীজনিত সংকটময় পরিস্থিতির কারনে সার্বিক জনস্বাস্থ্যের স্বার্থে ভক্তগনকে অনুরোধ করা হচ্ছে যে আগামী ১৯ শে জৈষ্ঠ্য ১৪২৭ অর্থাৎ ইং ২রা জুন ২০২০ মঙ্গলবার তারিখে ভগবান শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩১ তম তিরোধান দিবস ভক্তগন নিজ নিজ গৃহে অবস্থান করে শ্রী শ্রী বাবাকে স্মরণ-মনন এবং পুষ্পাঞ্জলি প্রদানের মাধ্যমে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আরাধনা করুন।'


শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশির্বাদ তাঁর ভক্তদের উপর অবশ্যই থাকবে।
ভিড় এড়িয়ে সরকারি নির্দেশিকা মেনে চলুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।