চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

করোনা সংকটে আশ্রমে লোকনাথ বাবার তিরোধান দিবসের অনুষ্ঠান বাতিল, নিজের ঘরেই স্মরণ করুন

ডেস্ক রিপোর্ট : করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউন চলেছে। লকডাউন উঠে যাওয়ার পরেও বেশ কিছুদিন সভা,সমিতি ও জমায়েত করার উপরে সরকারি তরফে  নিয়ম নীতি লাগু থাকবে। মন্দির, মসজিদ,গীর্জা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান গুলির ক্ষেত্রেও নিয়মের হেরফের হবে না বলেই জানাগেছে। সেই নিরিখে বিভিন্ন আশ্রম কতৃপক্ষও উৎসব, অনুষ্ঠান বাতিল করছে। বর্ধমানের খোসবাগান নারকেল বাগান মোড়ে শ্রীশ্রী লোকনাথ আশ্রম বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে। জগদগুরু লোকনাথ সঙ্ঘ (ট্রাস্ট) এর  অধ্যক্ষা তন্দ্রা রায় জানিয়েছেন, 'সমগ্র বিশ্বব্যাপী করোনা ভাইরাস ঘটিত মহামারীজনিত সংকটময় পরিস্থিতির কারনে সার্বিক জনস্বাস্থ্যের স্বার্থে ভক্তগনকে অনুরোধ করা হচ্ছে যে আগামী ১৯ শে জৈষ্ঠ্য ১৪২৭ অর্থাৎ ইং ২রা জুন ২০২০ মঙ্গলবার তারিখে ভগবান শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩১ তম তিরোধান দিবস ভক্তগন নিজ নিজ গৃহে অবস্থান করে শ্রী শ্রী বাবাকে স্মরণ-মনন এবং পুষ্পাঞ্জলি প্রদানের মাধ্যমে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আরাধনা করুন।'


শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশির্বাদ তাঁর ভক্তদের উপর অবশ্যই থাকবে।
ভিড় এড়িয়ে সরকারি নির্দেশিকা মেনে চলুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।