Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পূর্ব বর্ধমানের আউসগ্রামে এক যুবকের করোনা রিপোর্ট পজিটিভ

ডেস্ক রিপোর্ট : পূর্ব বর্ধমান জেলায় আবার একজনের করোনা পজিটিভ। এবার করোনা সংক্রমণের শিকার ১৯ বছরের এক যুবক।  আক্রান্ত যুবকের বাড়ি পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম থানার  গঙ্গারামপুরে। স্থানীয় সূত্রে জানাগেছে, প্রায় তিন বছর ধরে কিডনি সমস্যায় অসুস্থ ওই যুবকের ডায়ালিসিস চলতো বোলপুর সিয়ান হাসপাতালে। সেখানেই ১২ মে টেস্টের জন্য তার সোয়াব নেওয়া হয়। ১৫ মে হাসপাতালে  চিকিৎসার জন্য গিয়েছিল। এবং ১৬ মে রাতেই ওই যুবকের করোনা রিপোর্ট পজেটিভ আসে। এরপরই প্রশাসনের পক্ষ থেকে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। তাকে পাঠানো হয় কলকাতার একটি বেসরকারি কোবিড হাসপাতালে।
জানাগেছে, ওই যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর সঙ্গে তার পরিবার সহ এলাকার ৩২ জনকে বর্ধমানের বামচাঁদাইপুরে প্রিকোবিড হাসপাতালে পাঠানো হয়েছে। গঙ্গারামপুরের ওই এলাকা কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করার সঙ্গে পুলিশ এলাকায় বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতিপূর্বেও আউসগ্রামের আরো দুজনের করোনা রিপোর্ট পজিটিভ হয়েছিল। যদিও তাদের এলাকায় আসতে দেওয়া হয় নি। আসানসোল থেকেই কোবিড হাসপাতালে পাঠানো হয়েছে। সবমিলিয়ে এলাকার মানুষ আতঙ্কিত। যদিও প্রশাসনের পক্ষ থেকে কোয়েনটেন জোন এলাকায় বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে।