চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

উম্ফানের দাপটে বিপর্যস্ত জামালপুরের বিদ্যুৎ পরিষেবা

অতনু হাজরা, জামালপুর : গতকাল সন্ধ্যায়  পশ্চিমবঙ্গের উপর আছড়ে পড়েছিল সুপার সাইক্লোন উম্ফান। কলকাতা, হাওড়া,দুই চব্বিশপরগনা ও পূর্ব মেদিনীপুর ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। উম্ফান এর প্রভাবে পূর্ব বর্ধমানের জামালপুরে বিদ্যুৎ পরিষেবা ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।গতকাল থেকেই প্রায় গোটা জামালপুরই বিদ্যুৎ বিহীন। বৃহস্পতিবার  দুপুরে জামালপুর ইলেকট্রিক অফিসের স্টেশন ম্যানেজার বিদ্যুৎ কুমার সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান এই সুপার সাইক্লোনে ব্যাপক ক্ষতি হয়েছে। এই মুহূর্তে তাঁর কাছে যে খবর আছে তাতে করে মোট ৩৪ টি বিদ্যুতের খুঁটি  ভেঙেছে, তার ছিঁড়েছে ২৯ জায়গায় এবং নতুন করে তারগুলিকে যে কেবল করা হয়েছিল সেই কেবল ছিঁড়েছে ১১ টি জায়গায়। তিনি জানান যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে তাঁদের টিম। তিনি নিজে দেখছেন পুরো বিষয়টা। যত তাড়াতাড়ি সম্ভব লাইন চালু করার চেষ্টা চলছে।