Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

উম্ফানের দাপটে বিপর্যস্ত জামালপুরের বিদ্যুৎ পরিষেবা

অতনু হাজরা, জামালপুর : গতকাল সন্ধ্যায়  পশ্চিমবঙ্গের উপর আছড়ে পড়েছিল সুপার সাইক্লোন উম্ফান। কলকাতা, হাওড়া,দুই চব্বিশপরগনা ও পূর্ব মেদিনীপুর ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। উম্ফান এর প্রভাবে পূর্ব বর্ধমানের জামালপুরে বিদ্যুৎ পরিষেবা ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।গতকাল থেকেই প্রায় গোটা জামালপুরই বিদ্যুৎ বিহীন। বৃহস্পতিবার  দুপুরে জামালপুর ইলেকট্রিক অফিসের স্টেশন ম্যানেজার বিদ্যুৎ কুমার সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান এই সুপার সাইক্লোনে ব্যাপক ক্ষতি হয়েছে। এই মুহূর্তে তাঁর কাছে যে খবর আছে তাতে করে মোট ৩৪ টি বিদ্যুতের খুঁটি  ভেঙেছে, তার ছিঁড়েছে ২৯ জায়গায় এবং নতুন করে তারগুলিকে যে কেবল করা হয়েছিল সেই কেবল ছিঁড়েছে ১১ টি জায়গায়। তিনি জানান যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে তাঁদের টিম। তিনি নিজে দেখছেন পুরো বিষয়টা। যত তাড়াতাড়ি সম্ভব লাইন চালু করার চেষ্টা চলছে।