চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ঈদের অনুষ্ঠান বাতিল করে দুস্থদের খাদ্য সামগ্রী প্রদান

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে ইসলামপল্লী নজরুল সংঘ প্রতিবছর ঈদের সময় ৪ দিন ধরে নানা অনুষ্ঠান করে। বস্ত্র বিতরণ, মেধাবী ছাত্র ছাত্রীদের সম্মান প্রদান সহ নানা সংস্কৃতিক অনুষ্ঠান করেন তারা। কিন্তু এবছর করোনার জন্য চলছে লকডাউন। তাই সেই অনুষ্ঠান তাদের বাতিল করতে হয়েছে। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা সাহাবুদ্দিন মন্ডলের (উপ প্রধান জামালপুর ১ পঞ্চায়েত) উদ্যোগে অনুষ্ঠানের খরচের টাকা দিয়ে এলাকার হিন্দু - মুসলমান সকল সম্প্রদায়ের মানুষ জনকে ঈদ উপলক্ষে নানা খাদ্যসামগ্রী তুলে দিলেন। যাতে সকলে মিলে আনন্দের সাথে খুশির উৎসবে সামিল হতে পারে। খাদ্য সামগ্রী প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি ডি ও শুভঙ্কর মজুমদার,পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, বি ডি এম ও ফাল্গুনী মুখার্জি। খাদ্য সামগ্রী বিতরনের সাথে সাথে সাহাবুদ্দিন মন্ডল সকলকে লকডাউন মেনে চলার ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলা সহ নানা স্বাস্থ্য বিধি মেনে চলারও পরামর্শ দেন। নজরুল সংঘের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।