Scrooling

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

দুর্গাপুরে মহিলা সাংস্কৃতিক সংগঠনের বিক্ষোভ ও ডেপুটেশন মহকুমা শাসকের দপ্তরে

ডেস্ক রিপোর্ট : অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের দুর্গাপুর শাখার পক্ষ থেকে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে  বিক্ষোভ দেখানো হয় । আট দফা দাবি সম্বলিত  স্মারকলিপি প্রদান করা হয় ।  অবিলম্বে মদ ও মাদকদ্রব্য বিক্রি বন্ধ করতে হবে, সমস্ত পরিযায়ী শ্রমিকদের হাতে নগদ অর্থ সাহায্য দিতে হবে, রেশন কার্ড না থাকলেও রেশনের  এর মাধ্যমে খাদ্য সামগ্রী গরিব ও মধ্যবিত্ত মানুষকে সরবরাহ করতে হবে। লকডাউন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে মহকুমা শাসকের দপ্তরে মিছিল করে   স্মারকলিপি জমা দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা সংগঠনের  নেত্রী অত্রি গোস্বামী, কিরণময়ী মন্ডল, সুমনা গোস্বামী, নুপুর চ্যাটার্জী,পূজা পাল প্রমুখ ।