ডেস্ক রিপোর্ট : অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের দুর্গাপুর শাখার পক্ষ থেকে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখানো হয় । আট দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয় । অবিলম্বে মদ ও মাদকদ্রব্য বিক্রি বন্ধ করতে হবে, সমস্ত পরিযায়ী শ্রমিকদের হাতে নগদ অর্থ সাহায্য দিতে হবে, রেশন কার্ড না থাকলেও রেশনের এর মাধ্যমে খাদ্য সামগ্রী গরিব ও মধ্যবিত্ত মানুষকে সরবরাহ করতে হবে। লকডাউন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে মহকুমা শাসকের দপ্তরে মিছিল করে স্মারকলিপি জমা দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা সংগঠনের নেত্রী অত্রি গোস্বামী, কিরণময়ী মন্ডল, সুমনা গোস্বামী, নুপুর চ্যাটার্জী,পূজা পাল প্রমুখ ।