Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুর্গাপুরে মহিলা সাংস্কৃতিক সংগঠনের বিক্ষোভ ও ডেপুটেশন মহকুমা শাসকের দপ্তরে

ডেস্ক রিপোর্ট : অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের দুর্গাপুর শাখার পক্ষ থেকে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে  বিক্ষোভ দেখানো হয় । আট দফা দাবি সম্বলিত  স্মারকলিপি প্রদান করা হয় ।  অবিলম্বে মদ ও মাদকদ্রব্য বিক্রি বন্ধ করতে হবে, সমস্ত পরিযায়ী শ্রমিকদের হাতে নগদ অর্থ সাহায্য দিতে হবে, রেশন কার্ড না থাকলেও রেশনের  এর মাধ্যমে খাদ্য সামগ্রী গরিব ও মধ্যবিত্ত মানুষকে সরবরাহ করতে হবে। লকডাউন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে মহকুমা শাসকের দপ্তরে মিছিল করে   স্মারকলিপি জমা দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা সংগঠনের  নেত্রী অত্রি গোস্বামী, কিরণময়ী মন্ডল, সুমনা গোস্বামী, নুপুর চ্যাটার্জী,পূজা পাল প্রমুখ ।