Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুর্গাপুরে মহিলা সাংস্কৃতিক সংগঠনের বিক্ষোভ ও ডেপুটেশন মহকুমা শাসকের দপ্তরে

ডেস্ক রিপোর্ট : অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের দুর্গাপুর শাখার পক্ষ থেকে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে  বিক্ষোভ দেখানো হয় । আট দফা দাবি সম্বলিত  স্মারকলিপি প্রদান করা হয় ।  অবিলম্বে মদ ও মাদকদ্রব্য বিক্রি বন্ধ করতে হবে, সমস্ত পরিযায়ী শ্রমিকদের হাতে নগদ অর্থ সাহায্য দিতে হবে, রেশন কার্ড না থাকলেও রেশনের  এর মাধ্যমে খাদ্য সামগ্রী গরিব ও মধ্যবিত্ত মানুষকে সরবরাহ করতে হবে। লকডাউন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে মহকুমা শাসকের দপ্তরে মিছিল করে   স্মারকলিপি জমা দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা সংগঠনের  নেত্রী অত্রি গোস্বামী, কিরণময়ী মন্ডল, সুমনা গোস্বামী, নুপুর চ্যাটার্জী,পূজা পাল প্রমুখ ।