Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অসহায় মানুষের পাশে কাঁটাপুকুর দুর্গাপূজা ওয়েলফেয়ার সোসাইটি

ডেস্ক রিপোর্ট : করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ দেশ জুড়ে লকডাউন চলছে। এই পরিস্থিতিতে গরীব ও দিন আনে দিন খায় মানুষগুলোর শোচনীয় অবস্থা। নানা ভাবে বিভিন্ন এনজিও, ক্লাব এবং ব্যক্তিগত উদ্যোগে সহায়তার কাজ চলছে। রবিবার শহর বর্ধমানে ১ নম্বর ওয়ার্ডে  কাঁটাপুকুর সর্বজনীন দুর্গাপূজা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এলাকার দুঃস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। সোসাইটি সারা বছরই ক্রীড়া, সংস্কৃতি সহ বিবিধ সামাজিক কাজ করে থাকে। প্রায় দু'মাস ধরে লকডাউন চলার ফলে এলাকার অনেক মানুষই কর্মহীন হয়ে পড়েছে। ফলে চরম অসহায় অবস্থায় দিন কাটছে তাদের। এই অবস্থায় এলাকার দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে  এগিয়ে এলো কাঁটাপুকুর সর্বজনীন দুর্গাপূজা ওয়েলফেয়ার সোসাইটি। রবিবার সোসাইটির পক্ষ ১৪০ জন অসহায় মানুষের হাতে আটা, মুড়ি, বিস্কুট, সরষের তেল, সয়াবিন, মুসুর ডাল প্রভৃতি  তুলে দেওয়া হয়। সমস্ত রকম সতর্কতা অবলম্বন করে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং প্রত্যেকের হাত স্যানিটাইজ করে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
 কাঁটপুকুর সার্বজনীন দুর্গাপূজা ওয়েলফেয়ার সোস্যাইটির সম্পাদক বুদ্ধদেব সামন্ত জানান, কর্মহীন অবস্থায় যে সমস্ত মানুষ বাড়িতে বসে রয়েছেন তাঁদের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। তিনি জানান, যেহেতু সরকার সকলের জন্য চালের ব্যবস্থা করেছেন তাই এদিন চাল বাদ দিয়ে বাকি প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়েছে। এদিনের কর্মসূচিতে সোসাইটির অন্যান্য কর্তাব্যক্তিরাও উপস্থিত ছিলেন।