চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

প্রশাসক বসছে এবার পূর্ব বর্ধমানের মেমারি পুর সভায়

সেখ সামসুদ্দিন : পূর্ব বর্ধমান জেলার মেমারি পুর সভাতেও প্রশাসক বসতে চলেছে। আজ শেষ হয়ে গেল মেমারি পুরসভার নির্বাচিত পুর বোর্ডের মেয়াদ। করোনা সংকটে মেমারি পুরসভার বোর্ড গঠনের জন্য নির্বাচন  না হওয়ায় প্রশাসক বসানোর সিদ্ধান্ত পাকা। দুই সদস‍্যের প্রশাসক নিয়োগ করা হল। প্রশাসক বা চেয়ারপার্সন হিসাবে নিয়োগ করা হয় বিদায়ী বোর্ডের চেয়ারম্যান স্বপন বিষয়ী ও সদস‍্য করা হয় ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্তকে। এই দুই সদস‍্যের প্রশাসক বোর্ড আগামী কাল থেকে কাজ শুরু করবে বলে জানা গেছে।