Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মেমারি ২ ব্লকের পাহাড়হাটির এক মহিলার করোনা পজিটিভ

ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমানে ফের এক মহিলার করোনা পজিটিভ। আক্রান্তের  বাড়ি পূর্ব বর্ধমান জেলার  মেমারি ২ নং ব্লকের পাহাড়হাটিতে।  যদিও। পঞ্চাশোর্ধ ওই মহিলা বর্তমানে কলকাতার ঢাকুরিয়া আমরি  হাসপাতালে চিকিৎসাধীন। জানাগেছে, ৫ মে চিকিৎসার জন্য তিনি সেখানে  ভর্তি হন। 
সেখানেই করোনার উপসর্গ থাকায় রবিবার সকালে লালারস সংগ্রহ করে পরীক্ষা করা হলে রির্পোট পজিটিভ আসে। তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। মে মাসের প্রথমেই ওই মহিলা   বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসার জন্য আসেন। বিএমসিএইচ থেকে বর্ধমানের জাতীয়  সড়ক সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন চিকিৎসার জন্য। সেখানে তার  করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর ৫ মে কলকাতার ঢাকুরিয়া আমরিতে ভর্তি হন। সেখানে গতকাল তার রিপোর্ট পজিটিভ হয়। কোলকাতা থেকে জেলা প্রশাসনের কাছে খবর আসে। এরপরই প্রশাসনের পক্ষ থেকে সোমবার  সকালে পাহাড়হাটির ক্যানেল পাড় এলাকা সিল করে দেওয়া হয়। পরিবারের সদস্যসহ মোট ৫ জনকে কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে বলে  পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী জানিয়েছেন। একই সঙ্গে  জেলাশাসক  জানিয়েছেন, বর্ধমান শহরের সুভাষপল্লী এলাকার করোনা আক্রান্ত স্বাস্থ্য কর্মীর সংস্পর্শে আসা তাঁর পরিবারের পাঁচজন এবং ওই  মহিলার স্বামী বিদ্যুৎ দপ্তরের কর্মীর সংস্পর্শে আসা চারজন ব্যক্তির রিপোর্ট নেগেটিভ এসেছে।