অতনু হাজরা, জামালপুর : রাজ্যে একদিকে করোনা আর অন্যদিকে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। দুইয়ের দাপটে অসহায় ভাবে দিন কাটাচ্ছেন অনেক মানুষ। সামনেই আবার মুসলিম সম্প্রদায়ের মানুষদের খুশির উৎসব ঈদ। তাই এই ঈদ উপলক্ষ্যে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুঁড়ে কালনায় প্রায় ৪০০ জন অসহায় মুসলিম সম্প্রদায়ের মানুষের হাতে চাল সহ সিমুই, লাচ্ছা, নানা মশলা, আমূল দুধ, খেঁজুর সহ নানা সামগ্রী তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন জামালপুরের প্রাক্তন বিধায়ক তথা জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামানিক, জেলাপরিষদ সদস্যা মিঠু মাঝি, জেলা যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি শ্রীমন্ত রায়, ব্লক কার্যকরী সভাপতি প্রদীপ পাল, অলক ঘোষ, আব্দুস সালাম সহ আরো অনেকে। তাঁদের এই সাহায্য আসন্ন ঈদ উৎসবে ওই মানুষগুলোর মুখে হাসি ফোটাবে।