রাতের অন্ধকারে মুসলিম কবরস্থান থেকে লাশ চুরি আর এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কালনা মহকুমার। নাদনঘাট থানার শ্রীরামপুর গ্রামে। মঙ্গলবার বেলার দিকে কবরস্থানে গ্রামের একজন কাঠ কঞ্চি কুড়োতে গিয়ে দেখে চারটি টাটকা ও পুরানো কবর খোড়া অবস্থায় দেখে। স্থানীয়রা জানার সঙ্গে সঙ্গে গ্রামের মানুষজন কবরস্থানে পৌঁছায়। গ্রামবাসীদের অনুমান ওই কবর গুলি থেকে দেহ গুলিকে তুলে ফেলা হয়েছে বেশ কিছুদিন আগেই। পূর্বস্থলীর কঙ্কাল কান্ডের কারবার দেখে ছিল স্থানীয় মানুষ, এই কঙ্কাল চুরির পিছনে কি কোনও কঙ্কাল ব্যবসায়ীদের হাত আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।