এসআইআর এর হিয়ারিং ও ভেরিফিকেশনে প্রথম দিনে পূর্ব বর্ধমানে অনুপস্থিত ৭৫৮ জন
অতনু হাজরা, পূর্ব বর্ধমান : শনিবার থেকে সারা রাজ্য শুরু শুরু হয়েছে এসআইআর এর হিয়ারিং ও ভেরিফিকেশনের কাজ। যে সমস্ত নাগরিকদের কোনো ভাবেই বিএলও-রা ম্যাপিং করতে পারেননি তাদেরই ডাকা হয়েছে এই হিয়ারিংয়ে। পূর্ব বর্ধমানে ৪৫০৬ টি বুথের জন্য ২৭ টি জায়গায় হিয়ারিং ও ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে। ১৯৫ জন অবজারভার পর্যবেক্ষণ করার কাজে রয়েছেন। প্রথম দিনে হিয়ারিং ও ভেরিফিকেশনের জন্য যাদের নোটিশ পাঠানো হয়েছিল তাদের মধ্যে ৬ হাজার ৬৭১ জনের হিয়ারিং ও ভেরিফিকেশন সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। তবে নোটিশ পেয়েও এদিন ৭৫৮ জন হাজির হননি।
শহর থেকে গ্রামে ১৩৫ জন ইআরও/এইআরও-রা শুনানির কাজে রয়েছেন। এদিন বিভিন্ন জায়গায়র সঙ্গে জামালপুর ব্লক অফিস চত্বরে ৯ টি কক্ষে চলছে এই কাজ। জামালপুর ব্লকে এই কাজ সফল ভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন থেকে ১২ জন মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। শনিবার বেড়ুগ্রাম, পাঁচড়া, আঝাপুর, পাড়াতল ১ ও জৌগ্রাম পঞ্চায়েতের প্রায় ৩১২ জনকে ডাকা হয়েছে হিয়ারিংয়ের জন্য। প্রত্যেকটি কক্ষে মাইক্রো অবজারভার ছাড়াও রয়েছেন এইআরও-রা। জামালপুর বিধানসভার ইআরও নীলিমা সামন্ত। তাঁর তত্ত্বাবধানে খুব সুন্দর ও শান্তি শৃঙ্খলার সাথে প্রথম দিনের এস আই আর এর হিয়ারিং সম্পন্ন হয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সমাপদক অভিষেক ব্যানার্জীর নির্দেশ মত দেখা গেলো তৃণমূলের বি এল এ ২ -রা টোটো করে সাধারণ মানুষকে পৌঁছে দিচ্ছেন ব্লক অফিসে। তাঁদেরই একজন ইমতিয়াজ বলেন, দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ও তাঁদের নেতা ব্লক সভাপতি মেহেমুদ খাঁনের নির্দেশে তাঁরা এই দায়িত্ব পালন করছেন।
বিজেপির পক্ষ থেকে ১ মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পালের নেতৃত্বে ব্লকের বাইরে তাঁদের একটি দলীয় ক্যাম্প করেন পরিষেবা দেওয়ার জন্য।





