অর্থনৈতিক ও সামাজিক মানোন্নয়নের উৎসব : খাল-বিল, চুনোমাছ, পিঠেপুলি ও প্রাণীপালন উৎসব এবার রজত জয়ন্তী বর্ষে
Sangbad Prabhati, 25 December 2025
জগন্নাথ ভৌমিক, পূর্বস্থলী : খাল-বিল, চুনোমাছ, পিঠেপুলি ও প্রাণীপালন উৎসব শুরু হয়েছে কোবলা বাঁশদহবিলের পাড়ে। খাল বিল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় তিন দিন ধরে চলবে এই উৎসব। প্রধান উদ্যোক্তা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এবছর উৎসব রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে। ২৫ ডিসেম্বর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ২৫ তম উৎসবের উদ্বোধন হয়। পূর্বস্থলী ১ ব্লকের দোলগোবিন্দপুর, বড় কোবলা, বাঁশদহবিল, চাঁদের বিল, মুন্সির ঘাট, বিদ্যানগর ও শ্রীরামপুর এলাকায় গত দু'দিন ধরে উৎসবের বার্তা দিতে পদযাত্রা হয়।
আজ উদ্বোধনের আগে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। উদ্বোধনী শোভাযাত্রায় রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এর সঙ্গে পা মেলান ভারতীয় ফুটবল দলের তিন প্রাক্তন অধিনায়ক ভাস্কর গাঙ্গুলী, বিকাশ পাঁজি, আল ভিটো সহ ফুটবল তারকা সুমিত মুখার্জী সহ বিশিষ্ট শিল্পপতি অশোক সারোগি, সুব্রত পাল ও প্রশাসনিক আধিকারিকরা, বাউল ও লোক শিল্পীরা এবং স্থানীয় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। এবারের উৎসবের বিকেলে এসে উপস্থিত হন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, বর্ধমান পূর্বের সাংসদ ডাঃ শর্মিলা সরকার, বর্ধমান প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান তথা মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল।
মন্ত্রী প্রদীপ বাবু বক্তব্য রাখতে গিয়ে এই উৎসব আয়োজনের ভূয়ষী প্রসংশা করেন। তিনি বলেন, প্রত্যন্ত গ্রামীণ এলাকায় ২৫ বছর ধরে একটি উৎসব আয়োজনের মাধ্যমে এলাকার পরিবেশ, অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন যে হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রাণী এ, পুলিশ সুপার সায়ক দাস, কালনার মহকুমা শাসক অহিংসা জৈন, ওয়েষ্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমেল এ্যান্ড সায়েন্সেস এর উপাচার্য তীর্থ কুমার দত্ত, শিল্পপতি সুশীল মিশ্র, রায়নার বিধায়ক শম্পা ধাড়া, বিডিএ'র চেয়ারপার্সন উজ্জ্বল প্রামাণিক, জেলা শিক্ষা আধিকারিক পৌষালী চক্রবর্তী, জেলা বিদ্যালয় পরিদর্শক প্রলয়েন্দু ভৌমিক, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শঙ্কর মন্ডল, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক তথা গাছ মাস্টার অরূপ চৌধুরী সহ অন্যান্যরা।
মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, অনেক অতিথিদের মাঝে কোবলা বাঁশদহবিলের পাড়ে ভারতীয় ফুটবল দলের তিন জন প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি ফুটবলার উপস্থিত হবেন এটা আমি স্বপ্নেও ভাবিনি।
সকল অতিথিদের উৎসব কমিটির পক্ষ থেকে সম্মানিত করা হয়। উপহার স্বরূপ প্রত্যেকের হাতে নলেন গুড়ের হাঁড়ি তুলে দেওয়া হয়। সামগ্রিক আতিথেয়তায় সকলেই আপ্লুত। উৎসব মঞ্চ থেকে একটি সুন্দর স্মরণিকা প্রকাশ করা হয়। যেখানে উৎসবের প্রধান উদ্যোক্তা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ খালবিল উৎসবের ইতিবৃত্ত তুলে ধরেছেন।
এই অনুষ্ঠানে মন্ত্রী স্বপন দেবনাথের অনুরোধে শিল্পপতি অশোক সারোগি পূর্বস্থলী ১ ব্লকের দুটি পার্ককে সাজিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। শিল্পপতি সুশীল মিশ্র বাঁশদহবিল সহ গোটা এলাকা পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে কয়েকটি বিশেষ ভাবনার বিষয়ে পরামর্শ দেন।
খাল-বিল, চুনোমাছ, পিঠেপুলি ও প্রাণীপালন উৎসব ঘিরে এলাকার মানুষ এখন আনন্দে মাতোয়ারা। এদিন চাঁদের বিলের জলে লক্ষাধিক মাছের চারা ছাড়া হয়। মন্ত্রী স্বপন দেবনাথ এর উদ্যোগে তাঁরা আশায় বুক বাঁধছেন।










