Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Biotechnology সুস্থ সমাজ জীবন গড়তে জৈব প্রযুক্তিই পথ দেখাবে


 

Biotechnology 


সুস্থ সমাজ জীবন গড়তে জৈব প্রযুক্তিই পথ দেখাবে 


Sangbad Prabhati, 3 July 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : জৈবপ্রযুক্তি আমাদের জীবনে কিভাবে ইতিবাচক প্রভাব ফেলে সে বিষয়ে আজ কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের চমৎকার সরলতায় বললেন চেন্নাইয়ের একটি বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠানের গবেষক শিক্ষিকা অদ্রিজা পাল।

ভ্যাক্সিন নির্মাণ জৈব প্রযুক্তির মাধ্যমেই হয়। বিশেষ জিন প্রযুক্তি নিয়ে নানান সম্ভাবনার মধ্যে একটি হল ইমুইনিটি ক্ষমতা বাড়িয়ে তোলা যার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। জ্বালানির মধ্যে বায়োডিজেল, ইথানল ইত্যাদি বিষয়ে জৈব প্রযুক্তি নিত্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে, জানালেন অদ্রিজা। জৈব সার, পোশাকের ক্ষেত্রে কীটনাশক প্রতিহত করার শক্তিসম্পন্ন বিটি কটন, খাদ্যের ক্ষেত্রে ভিটামিন এ সমৃদ্ধ গোল্ডেন রাইস ইত্যাদি আবিষ্কার বাণিজ্যিকভাবে হতে আরম্ভ করেছে। ফলে ছাত্রছাত্রীদের মধ্যে বিশ্ব জুড়ে আগ্রহ আর সচেতনতা বাড়িয়ে তোলার প্রয়াস চলেছে। কারণ জৈব প্রযুক্তি দূষণ কমায়, স্বাস্থ্য নষ্ট না করে আমাদের জীবন আর একটু ভাল রাখে।

লুৎফা খাতুনের প্রশ্নের উত্তরে অদ্রিজা জানান, জৈব প্রযুক্তি ব্যবহার করে প্লাস্টিকখাদক ব্যাকটেরিয়া দিয়ে একটি উৎসেচক তৈরি করা হয়েছে যা প্লাস্টিককে ভেঙে মাটিতে মিশিয়ে দিতে পারে।

বিদ্যালয়ের প্রধানশিক্ষক তথা জীববিদ্যার গবেষক ড. সুভাষচন্দ্র দত্ত জানান, জৈবপ্রযুক্তি বিশ্বের ভবিষ্যৎ। বিশেষত জনসংখ্যা এবং খাদ্যের অনুপাত যেখানে অবিন্যস্ত, বাসস্থানের হ্রাস যে অঞ্চলে সমস্যা তথা সার্বিক ওষুধবিজ্ঞানের ক্ষেত্রে উন্নত জৈবপ্রযুক্তির প্রয়োগ বিশেষ ফলদায়ী হতে পারে। তিনি বক্তা অদ্রিজা পাল এবং অনুষ্ঠানের উদ্যোক্তা বর্ধমান প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদারকে ধন্যবাদ জানান।