প্লাস্টিক বর্জনের ডাক দিয়ে পথে বিডিও
Sangbad Prabhati, 2 July 2025
অতনু হাজরা, জামালপুর : বর্তমানে পরিবেশকে মারাত্মক ভাবে দূষিত করছে প্লাস্টিক। প্লাস্টিক যাতে মানুষ না ব্যবহার করেন সেই নিয়ে সরকারি ভাবে চলছে বিভিন্ন প্রচার। আজ পূর্ব বর্ধমানের জামালপুরে এই প্লাস্টিক যাতে কেউ ব্যবহার না করেন সেই নিয়ে মানুষকে সচেতন করতে পথে নামলেন জামালপুরের বিডিও পার্থ সারথী দে। আজ তিনি আবুইঝাটি ১ অঞ্চলে গিয়ে ঝাপানডাঙ্গা বাজার পরিদর্শন করেন।
ঝাপাডাঙ্গা বয়েজ ও গার্লস স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে একটি র্যালি করেন। সেই র্যালিতে থাকা ছাত্র ছাত্রীরা বিডিও সাহেবের সাথে বাজারে যত দোকানদার আছেন সকলকে প্লাস্টিক ব্যবহার করার খারাপ দিকগুলো তুলে ধরেন। তাঁদের সঙ্গে ছিলেন ডিস্ট্রিক্ট এস এইচ জি এন্ড এস ই অফিসার জনাব শ্যাম তিবরেজ আনসারী, ছিলেন স্থানীয় প্রধান রমজান শী, এস এইচ জি গ্রুপের সদস্যরা, অঙ্গণওয়ারি কর্মী, স্বাস্থ্যকর্মী ও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকারা। বিডিও সাহেবের সাথে ছাত্র ছাত্রীরা সবজির দোকান সহ অন্যান্য দোকানদারের হাতে কাপড়ের ব্যাগ তুলে দেন এবং সকলকেই প্লাস্টিক ব্যবহার না করতে বলেন।
চায়ের দোকানে গিয়ে তাঁরা মাটির ভাঁড় তুলে দেন। প্লাস্টিকের কাপ যেনো না ব্যবহার করেন সে বিষয়ে অনুরোধ করেন। বিডিও পার্থ সারথী দে বলেন, প্লাস্টিক দূষণ যে কোনো মূল্যে রোখার সংকল্প করতে হবে। সমাজকে সচেতন করতে হলে আগে ছাত্র ছাত্রীদের আগে সচেতন করতে হবে। সেই জন্য দুটি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশ গ্রহণ করানো হয়েছে। তিনি আরো বলেন ঝাপনডাঙ্গা বাজারের সকল দোকানদারদের তাঁরা বুঝিয়ে বলেছেন কেউ যেন প্লাস্টিক ব্যবহার না করেন। তিনি বলেন পুরো ব্লকেই এই ধরনের সচেতনতামূলক প্রোগ্রাম চলবে।