Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মেমারি হাসপাতালে ১০০ শয্যা বিশিষ্ট নতুন বিল্ডিংয়ের উদ্বোধন


 

মেমারি হাসপাতালে ১০০ শয্যা বিশিষ্ট নতুন বিল্ডিংয়ের উদ্বোধন


Sk Samsuddin 
Sangbad Prabhati, 1 July 2025

সেখ সামসুদ্দিন, ১ জুলাই : মেমারি হাসপাতালে ১০০ শয্যা বিশিষ্ট নতুন বিল্ডিংয়ের উদ্বোধন হলো। দীর্ঘ প্রতীক্ষার পর আজ চিকিৎসক দিবস তথা ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবসে চালু করা হলো মেমারি গ্রামীণ হাসপাতালের ১০০ শয্যা বিশিষ্ট নতুন বিল্ডিং। পূর্ব বর্ধমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হাসপাতাল, যা শুধু মেমারি শহর সহ ব্লক, জামালপুর, মন্তেশ্বর, হুগলীর পার্শ্ববর্তী এলাকার মানুষ নির্ভরশীল এই হাসপাতালের উপর।

 দীর্ঘদিনের দাবি ছিল হাসপাতালের শয্যা সংখ্যা বাড়াতে হবে। শেষে কোভিড পরিস্থিতিতে কোভিড হাসপাতালের উদ্দেশ্যে নির্মিত হয় ১০০ শয্যা বিশিষ্ট এই ভবন। বর্তমানে কোভিডের প্রকোপ কম থাকায় নতুন ভবনটি সাধারণ হাসপাতাল হিসেবে চালু করা হল। উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ শর্মিলা সরকার, মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত সহ পৌরসভার কাউন্সিলররা, মেমারি ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা, মেমারি থানার ওসি, ফায়ার অফিসার, বিদ্যুৎ দপ্তরের আধিকারিক, বিএমওএইচ সহ বিশিষ্ট ব্যক্তিরা।

 হাসপাতালে নতুন ভবন চালু হওয়ায় খুশি রোগীর পরিজনেরা সহ এলাকার মানুষ। আগামীতে উন্নতমানের চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে মেমারি হাসপাতালে। নতুন বিল্ডিংয়ের উদ্বোধনের পর চিকিৎসক দিবস পালন করা হয়।