Scrooling

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Earth Day জেলা জুড়ে পরিবেশ বান্ধব কর্মসূচির মাধ্যমে "ধরিত্রী দিবস" উদযাপন করলো স্টার্ট আপ ফাউন্ডেশন


 

Earth Day 


জেলা জুড়ে পরিবেশ বান্ধব কর্মসূচির মাধ্যমে "ধরিত্রী দিবস" উদযাপন করলো স্টার্ট আপ ফাউন্ডেশন


Sangbad Prabhati, 22 April 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশনের উদ্যোগে "ধরিত্রী দিবস" উপলক্ষ্যে 'মোদের শক্তি, মোদের ধরণী' শীর্ষক বর্জ্য সংগ্রহ ও পুনর্ব্যবহার যোগ্যের জন্য প্রক্রিকরণ অভিযানে অংশ নেয় পূর্ব বর্ধমান জেলা সহ অন্যান্য জেলার বেশ কয়েকটি কলেজ ও স্কুল। 

এদিন বিভিন্ন ক্ষেত্র থেকে সংগৃহীত ২৮৭ কেজি প্লাস্টিক, ১ হাজার ৪৬ কেজি ইলেকট্রনিক বর্জ্য, ৯২ কেজি পুরনো জামা কাপড় এবং ২৪ কেজি পুরনো বই খাতা জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ স্বীকৃত বর্জ্য ব্যবস্থাপক সংস্থাকে তুলে দেওয়া হয়। আয়োজকদের তরফে সন্দীপন সরকার জানান "এই জেলার বর্ধমান রাজ কলেজ, শ্রীশ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ, কাঞ্চননগর ডি.এন.দাস উচ্চ বিদ্যালয়, কৈচর সরশীবালা বালিকা বিদ্যামন্দিরের ছাত্রছাত্রীরা এই অভিযানে এদিন উল্লেখযোগ্য ভূমিকা রাখে। জ্বালানী শক্তি সঞ্চয়ে সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয় "

এদিন কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে স্টার্ট আপ ফাউন্ডেশনের উদ্যোগে বৈদ্যুতিন বর্জ্য নিষ্কাশন করা হয়। সংস্থার পক্ষে প্রেসিডেন্ট পার্থপ্রতিম মিত্র জানান, এই বর্জ্য তাঁরা হুল্লাডেক নামের একটি সংস্থার মাধ্যমে ডিসপোজ করে থাকেন। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সত্যজিত ঘোষ আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট এই শ্লোগানে ছাত্রছাত্রীদের মধ্যে বসুন্ধরা প্রীতি সঞ্চারিত করেন।

পাশাপাশি, রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন গাছে কিউ আর কোড বসানোর যে পরিকল্পনা করা হয়েছে তার সূত্রে এই বিদ্যালয়ের বট আম জামরুল পেয়ারা ইত্যাদি নানারকম গাছে কিউ আর কোডের প্রিন্ট আউট বসানোর কাজে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল দেখার মতো। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বাসুদেব মণ্ডল জানান, আমাদের অনেক বছরের পুরনো গাছগুলোকে এভাবে চিহ্নিত করতে পেরে খুব ভাল লাগছে। আজকাল ছেলেমেয়েরা ফোনে স্ক্যান করে গাছ চিনতে পারবে।

 রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রধানশিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত জানান, বসুন্ধরা দিবস এখন লৌকিকতা নয়, আর্জেন্সি। সরকার এবং সব পক্ষ এটা যত তাড়াতাড়ি বোঝে ততই মঙ্গল।