বাড়িতে ভাড়াটিয়া রাখলে আগে থানায় জানাতে হবে
Sangbad Prabhati, 20 April 2025
অতনু হাজরা, জামালপুর : কয়েকদিন আগেই জামালপুর ব্লকের আবূইঝাটি ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় নিজের বাড়িতেই নৃশংসভাবে খুন হন এক বৃদ্ধা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তবে পুলিশি তৎপরতায় প্রায় সাথে সাথেই দু’জন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
এই ঘটনার পর স্থানীয় মানুষের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। ঠিক এই রকম পরিস্থিতিতেই সাধারণ মানুষকে সাবধান ও সচেতন করতে আবুইঝাটি ১ পঞ্চায়েতের পক্ষ থেকে মাইকিং করে জানানো হয় এখন থেকে কেউ যদি নিজের বাড়িতে বাইরের কাউকে ভাড়াটিয়া হিসেবে রাখেন, তাহলে তার পূর্ণ পরিচয় সহ বিস্তারিত তথ্য স্থানীয় থানায় জানাতেই হবে। প্রচারে আরো বলা হয় অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তিকে আশ্রয় দেওয়া, কিংবা ভাড়াটিয়া হিসেবে রাখার আগে অবশ্যই থানায় তথ্য জানাতে হবে, না হলে ভবিষ্যতে দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট গৃহস্বামীকেই।
তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন বলেন, প্রতিটি অঞ্চলেই তাঁরা নির্দেশ দিয়েছেন নতুন ভাড়াটিয়া বাড়িতে রাখতে হলে প্রশাসনকে অবশ্যই জানাতে হবে এবং তাঁদের ভোটার কার্ড ও আধার কার্ড থানায় জমা দিতে হবে। সবদিক খতিয়ে দেখে তবেই যেন কেউ বাড়িতে ভাড়াটিয়া বসান।
স্থানীয় পঞ্চায়েত প্রধান রমজান শা বলেন, গ্রামে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য প্রতিটি পরিবারকে সতর্ক করা হচ্ছে। প্রয়োজন হলে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলির পরিকল্পনাও রয়েছে। পঞ্চায়েতের এই পদক্ষেপের প্রশংসা করেছেন এলাকার মানুষ।