চালান বিহীন অতিরিক্ত বালি বোঝাই বেআইনি ১৬ টি গাড়ি আটক, গ্রেপ্তার ১৭
Sangbad Prabhati, 19 April 2025
অতনু হাজরা, জামালপুর : চালান বিহীন অতিরিক্ত বালি বোঝাই ১৬ টি বালি বোঝাই গাড়ি আটক করলো জামালপুর থানার পুলিশ। শুধু তাই নয় তার সাথে গ্রেপ্তার করা হলো ১৭ জনকে। বেআইনি বালি পাচার রোধে কড়া পদক্ষেপ করলো পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার পুলিশ। ওভার লোডেড বালির গাড়ির অভিযোগ ছিল অনেকদিন ধরেই। সেই মোতাবেক আজ বড়সড় সাফল্য পেল জামালপুর থানার পুলিশ। শুক্রবার রাতভর জামালপুর ব্লকের পাঁচড়া কিষাণ মান্ডি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অতিরিক্ত বালি বোঝাই চালানবিহীন ১৬ টি গাড়িকে আটক করা হয়। পাশাপাশি চালক ও খালাসি মিলিয়ে ১৭ জনকে গ্রেফতার করে পুলিশ।
ধৃতদের আজ পেশ করা হয় বর্ধমান আদালতে। প্রসঙ্গত দুদিন আগেই জামালপুরে বৃদ্ধা খুনে বড়সড় সাফল্য পায় জামালপুর থানার পুলিশ। এস ডি পি ও এর নেতৃত্বে প্রায় সাথে সাথেই গ্রেপ্তার করা হয় অপরাধীদের। জামালপুর থানার এই সাফল্যে অনেকেই প্রশংসা করছেন।