Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

গ্রামীণ চিকিৎসক সংগঠনের উদ্যোগে দন্ত রোগের উপর সেমিনার


 

গ্রামীণ চিকিৎসক সংগঠনের উদ্যোগে দন্ত রোগের উপর সেমিনার


Atanu Hazra 
Sangbad Prabhati, 27 February 2025

অতনু হাজরা, জামালপুর : গ্রামীণ চিকিৎসকদের রাজ্য স্বাস্থ্য সেবা প্রদানকারী সংগঠন ওয়েষ্ট বেঙ্গল আর এম এ জামালপুর শাখা আজ দন্ত রোগের উপর একটি সেমিনার করলো। বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশন এর সহযোগিতায় এই সেমিনারটি আয়োজিত হয়। 

মুখগহ্বরে ক্যান্সার এই বিষয়ে গ্রামীণ চিকিৎসকদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন বলেন ডাঃ গোলাম মোহম্মদ ও ডাঃ রামমোহন ভট্টাচার্য। অনুষ্ঠানের শুরুতেই তাঁদের পুষ্প স্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। এই সেমিনারে গ্রামীণ চিকিৎসক সংগঠনের ৪০ জন উপস্থিত ছিলেন। 

ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক সুজিত ভট্টাচার্য। এই সেমিনারটি রাশেদ আলী হালদারের নেতৃত্বে হয়। ওনাকে সহযোগিতা করেন উৎপল মালিক, সমীরণ ধারা, শেখ ওয়াজেদ আলী, কবির মল্লিক সহ অন্যান্যরা। রাশেদ বাবু জানান, পরবর্তীতে এখানে দাঁতের চিকিৎসার একটি ফ্রী ক্যাম্প করা হবে।