Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

স্মরণ সভা থেকেই এস আই আর নিয়ে সুর চড়ালেন ব্লক সভাপতি


 

স্মরণ সভা থেকেই এস আই আর নিয়ে সুর চড়ালেন ব্লক সভাপতি


Atanu Hazra 
Sangbad Prabhati, 1 November 2025

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে বেশ কয়েকদিন আগে মারা যান দলের বর্ষীয়ান নেতা দিলীপ গুহ। আর অল্প কয়েকদিনের আগে মারা যান জামালপুর ১ পঞ্চায়েতের সদস্যা মিঠু রক্ষিত। আজ জামালপুর ১ পঞ্চায়েতের জামালপুর বাজার বুথের কালীতলায় একটি স্মরণ সভার আয়োজন করা হয়। এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, সহ সভাপতি ভূতনাথ মালিক, যুব সভাপতি উত্তম হাজারী, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা ,পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, জামালপুর ১ অঞ্চল সভাপতি আলিম শেখ, ১ পঞ্চায়েতের প্রধান ডলি নন্দী, উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব, ওই বুথের বুথ সভাপতি শোভন বসু, দিলীপ বাবুর পুত্র বিশ্বরূপ গুহ, ওনার স্ত্রী, মিঠু রক্ষিতের সন্তান সহ অন্যান্যরা। দুজনের ছবিতে মাল্যদান করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃত্বরা। 

তাঁদের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করা হয়। মেহেমুদ খাঁন দিলীপ বাবুর কথা স্মরণ করতে গিয়ে একের পর এক পুরানো স্মৃতি রোমন্থন করেন। তখন বিরোধী থাকাকালীন একসঙ্গে বীরভূমে বা নিয়ে যাওয়ার কথা, এরকম নানা স্মৃতির কথা তিনি তুলে ধরেন। তিনি বলেন খেতে খুব ভালো বাসতেন দিলীপ দা। তিনি বলেন তাঁদের নেতা ছিলেন দিলীপ গুহ। তিনি জামালপুর ১ পঞ্চায়েতের উপ প্রধান ছিলেন। ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য। মিঠু রক্ষিত তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। তাঁদের দুজনেরই আত্মার চির শান্তি কামনা করেন তিনি। আর এই মঞ্চ থেকেই তিনি এস আই আর নিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। 

মেহেমুদ খান সকলের উদ্দেশ্যে বলেন, কেউ আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হবার মত কোনো ব্যাপার কিছু নেই। বিএলও'রা আগামী ৪ তারিখ থেকে প্রত্যেকের বাড়ি বাড়ি যাবেন । তাঁদের দেওয়া ফর্ম আপনারা খুব ভালো করে ফিলাপ করে বি এল ও দের জমা দেবেন। তাঁদের নেতা তথা সাংসদ, দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তিনি কাল নির্দেশ দিয়ে দিয়েছেন সেই মোতাবেক তৃণমূল কংগ্রেস আপনাদের সকলের পাশে থাকবে। 

কারোর কোনো অসুবিধা হলে তা দূর করবার জন্য দলের পক্ষ থেকে যেমন বি এল এ ২ থাকবেন তেমনি প্রতিটি অঞ্চলে করা হবে সহায়তা কেন্দ্র। সেখানে এলেই সমস্যার সমাধানের ব্যবস্থা করা হবে। এম পি, এম এল এ থেকে শুরু করে দলের সকল শাখা সংগঠনের সভাপতি, অঞ্চল সভাপতি সবাই থাকবেন এই ক্যাম্পে। তিনি বলেন একটি বৈধ ভোটার যদি বাদ যায় তার জন্য রাজ্য নেতৃত্ব লড়াই করবেন। আপনাদের কোনো চিন্তা নাই। যেকোনো কারোর সমস্যাতেই তাঁরা পাশে থাকবেন তাতে সে যদি বিজেপি বা সিপিএমের সমর্থক হলেও তাঁরা করে দেবেন। 

 পাঞ্জাব বাবু তাঁর বক্তব্যে বলেন দিলীপ বাবুর সাথে তিনি রাজনীতি করেন নি। তিনি মেহেমুদ খাঁনের হাত ধরে রাজনীতিতে এসেছেন। তিনিই তাঁর রাজনীতির গুরু। তিনি দিলীপ বাবুর কথা বলতে গিয়ে বলেন জামালপুরে তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা ছিলেন তিনি। তিনি দিলীপ বাবু ও মিঠু রক্ষিতের পরিবারের উদ্যেশ্যে বলেন তাঁরা সকলে তাঁদের পাশে আছেন এবং থাকবেন। তিনিও সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন এস আই আর নিয়ে অযথা আতঙ্কিত হতে বারণ করেন। তিনি বলেন জামালপুর ১ নং পঞ্চায়েতের পাশেই করা হবে ক্যাম্প। তিন মাস ধরে থাকবে এই ক্যাম্প। যেকোনো সমস্যায় তাঁরা মানুষের পাশে থাকবেন।