Sangbad Prabhati, 28 October 2025
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস বাংলার জলকন্যা সায়নী দাস - কে সম্মানিত করলেন। কলকাতার রাজভবনে রাজ্যপালের কাছ থেকে শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ করতে পেরে আনন্দিত সায়নী।
উল্লেখ্য পূর্ব বর্ধমান জেলার কালনা শহরের সায়নী দাস ২০১৭ সালে ইংলিশ চ্যানেল জয় দিয়ে বিদেশের মাটিতে প্রথম সাফল্যের বীজ বপন করেন। পরের বছর ২০১৮ সালে অস্ট্রেলিয়ার রটনেস্ট চ্যানেল জয়। স্বপ্ন দেখেন সপ্তসিন্ধু জয়ের। ২০১৯ সালে আমেরিকার ক্যাটালিনা চ্যানেল জয় করেন। ২০২২ সালে এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসেবে আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জের মলোকাই চ্যানেল জয় করে সাড়া ফেলে দেন। ২০২৪ সালে নিউজিল্যান্ডের কুক প্রণালী জয় করে পশ্চিমবঙ্গ তথা ভারতের নাম উজ্জ্বল করেছেন।
সেই নিরিখেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস ভারতের গর্ব সায়নী দাস -কে উন্মুক্ত জলে সাঁতারে শ্রেষ্ঠত্বের পুরস্কারে সম্মানিত করলেন।



