Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Governor Honoured to Sayani বাংলার গর্ব সায়নী -কে উন্মুক্ত জলে সাঁতারে শ্রেষ্ঠত্বের পুরস্কারে সম্মানিত করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল


 

Governor Honoured to Sayani 

বাংলার গর্ব সায়নী -কে উন্মুক্ত জলে সাঁতারে শ্রেষ্ঠত্বের পুরস্কারে সম্মানিত করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল 


Sangbad Prabhati, 28 October 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস বাংলার জলকন্যা সায়নী দাস - কে সম্মানিত করলেন। কলকাতার রাজভবনে রাজ্যপালের কাছ থেকে শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ করতে পেরে আনন্দিত সায়নী। 

উল্লেখ্য পূর্ব বর্ধমান জেলার কালনা শহরের সায়নী দাস ২০১৭ সালে ইংলিশ চ্যানেল জয় দিয়ে বিদেশের মাটিতে প্রথম সাফল্যের বীজ বপন করেন। পরের বছর ২০১৮ সালে অস্ট্রেলিয়ার রটনেস্ট চ্যানেল জয়। স্বপ্ন দেখেন সপ্তসিন্ধু জয়ের। ২০১৯ সালে আমেরিকার ক্যাটালিনা চ্যানেল জয় করেন। ২০২২ সালে এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসেবে আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জের মলোকাই চ্যানেল জয় করে সাড়া ফেলে দেন। ২০২৪ সালে নিউজিল্যান্ডের কুক প্রণালী জয় করে পশ্চিমবঙ্গ তথা ভারতের নাম উজ্জ্বল করেছেন।

সেই নিরিখেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস ভারতের গর্ব সায়নী দাস -কে উন্মুক্ত জলে সাঁতারে শ্রেষ্ঠত্বের পুরস্কারে সম্মানিত করলেন।