Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মহিলাদের উদ্দীপনা


 

সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মহিলাদের উদ্দীপনা 


Sadhan Mandal 
Sangbad Prabhati, 31 October 2025

সাধন মন্ডল, বাঁকুড়া : রাইপুর সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর বিজয়া দশমী। এই উপলক্ষে সকাল থেকে পুজো পাঠ হওয়ার পর দুপুরে মায়ের পায়ে সিঁদুর ও আলতা দিয়ে শুরু হয় ভক্তদের সিঁদুর খেলা এদিন এলাকার মহিলারা ভিড় জমিয়েছিলেন হাতে সিঁদুর ও আলতা নিয়ে। তারা পরস্পর পরস্পরকে আনন্দ সহকারে সিন্দুর পরিয়ে দেন। এখানে উল্লেখ্য রাইপুর সবুজ সংঘের ফুটবল মাঠে রায়পুর সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর এটি প্রথম বর্ষ। তাই এলাকার মানুষের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। 

ষষ্ঠীর দিন সারেঙ্গা রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির অধ্যক্ষ স্বামী তদ্বোধানন্দজির হাত দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পাঁচ দিনের পুজো পাঠের পর আজ দশমীর পুজো শেষ হয়। সম্পূর্ণ বৈদিক মতে পুজো হয়। পুজোর পুরোহিত ছিলেন ইসকন মন্দিরের সর্বদেব প্রভু। পুজোর সমস্ত দেখভালের দায়িত্বে ছিলেন বিশিষ্ট ভক্ত অরুন ডাঙ্গর। পুজো কমিটির সম্পাদক অশোক কুমার দে বলেন, এটি আমাদের এই পাড়া এলাকার প্রথম ও বড় উৎসব। এলাকার মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে আমরা এই বছর মা জগদ্ধাত্রী পূজার সূচনা করলাম। এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এই পুজো উপলক্ষে দশ দিনের গ্রামীন মেলার আয়োজন করা হয়েছে মেলা চলবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত।