SIR এস আই আর সুষ্ঠু ভাবে কাজ সম্পন্ন করতে সর্বদলীয় বৈঠক
Sangbad Prabhati, 30 October 2025
অতনু হাজরা, জামালপুর : নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় পর্যবেক্ষণ বা এস আই আর। তার পরেই রাজ্য প্রশাসন থেকে শুরু করে জেলা ব্লক প্রশাসনে তৎপরতা শুরু হয়ে গেছে। রাজ্য থেকে জেলা আবার জেলা থেকে ব্লকে প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে সর্বদলীয় বৈঠক। পূর্ব বর্ধমানের জামালপুরে ব্লকে ব্লক অফিসে আজ এস আই আর নিয়ে হয়ে গেলো সর্বদলীয় বৈঠক।
বৈঠকটি ই আর ও নীলিমা সামন্তের তত্ত্বাবধানে করা হয়। ছিলেন বিডিও পার্থ সারথী দে। তৃণমূল পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, সহ সভাপতি ভূতনাথ মালিক, বিজেপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ১ মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল ও দেবব্রত বিশ্বাস, সি পি আই এম পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুকুমার মিত্র ও নারায়ন ঘোষ, কংগ্রেস পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সৌজন্য ঘোষ।
মূলত এস আই আর কিভাবে করা হবে এবং তাতে রাজনৈতিক দল গুলোর কী ভূমিকা হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করেন নীলিমা দেবী। যাতে মসৃণ ভাবে এস আই আর এর কাজটি সম্পন্ন করা যায় সেই বিষয়েই আলোচনা করেন তিনি।





