Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পারাতল অঞ্চলে পাড়ায় সমাধান ক্যাম্প পরিদর্শনে বিধায়ক ও পঞ্চায়েত সমিতির কর্তাব্যক্তিরা


 

পারাতল অঞ্চলে পাড়ায় সমাধান ক্যাম্প পরিদর্শনে বিধায়ক ও পঞ্চায়েত সমিতির কর্তাব্যক্তিরা 


Atanu Hazra 
Sangbad Prabhati, 8 August 2025

অতনু হাজরা, জামালপুর : পাড়ায় সমাধান কর্মসূচিতে শুক্রবার জামালপুর ব্লকের পারাতল ১ ও পারাতল ২ অঞ্চলে ক্যাম্প আয়োজিত হয়। গোহালদহ প্রাইমারি স্কুল ও মোহিন্দর কালিতলা সংলগ্ন এলাকায় ক্যাম্প দুটি করা হয়। 

 ক্যাম্প গুলি পরিদর্শন করতে উপস্থিত হন বিধায়ক অলোক কুমার মাঝি, তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, পারাতল ২ অঞ্চল সভাপতি আনোয়ার সরকার, দুই প্রধান মাবিয়া বেগম শেখ ও কামিনী কুমুদ ঘোষ, উত্তম হাজারী সহ অন্যান্যরা। 

 মেহেমুদ খাঁন বলেন নিজের পড়ার মানুষই নিজেদের পাড়ার সমস্যার সমাধান করবেন। সেই জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রী নতুন এই কর্মসূচি চালু করেছেন। সারা রাজ্য জুড়ে এই সরকার যে উন্নয়ন করেছে এবং করছে তাতে চতুর্থ বারের মত মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসা শুধু সময়ের অপেক্ষা। 

অলোক মাঝি বলেন মুখ্যমন্ত্রী যে ভাবে রাজ্যের উন্নয়নের কাজ করে চলেছেন তারই জন্য একের পর এক কর্মসূচি নিচ্ছেন তিনি। পাড়ায় সমাধানের মাধ্যমে একদম গ্রামের প্রান্তিক সাধারণ খেটে খাওয়া মানুষরাও আজ তাঁদের নিজেদের দাবি সরাসরি সরকারকে জানাচ্ছেন। যা ভু ভারতে কোথাও নেই।