Scrooling

আর জি কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ, প্রতিবাদ সর্বস্তরে # প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

গলায় দড়ি তরুণের, খাদানে ঝাঁপ তরুণীর, দুই আত্মহত্যায় চাঞ্চল্য, খোঁজ মেলেনি তরুণীর


 

গলায় দড়ি তরুণের, খাদানে ঝাঁপ তরুণীর, দুই আত্মহত্যায় চাঞ্চল্য, খোঁজ মেলেনি তরুণীর 


কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উত্তর থানার অন্তর্গত কাল্লা চাষিপাড়া এলাকায় এক পরিতক্ত খাদানে এক তরুনীর  ঝাঁপ দেওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।  স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার এই তরুণী খাদানে ঝাঁপ দেয়।  তরুণীর খোঁজে  উদ্ধার কাজ শুরু করেছে পুলিশ। আনা হয়েছে দমকল ও ডিজাস্টার মেনেজমেন্টের কর্মীদের। 

আসানসোল উত্তর থানা এলাকার কাল্লা ইন্ডিয়ান অয়েলের কাছে  চাষি পাড়ার ১৬ বছর বয়সী সোনু পাসওয়ান আত্মহত্যা করার পরে এলাকার স্থানীয় মানুষ বলছেন যে একই স্কুলের ছাত্রী পুনম কুমারী পরিত্যক্ত খাদানে ঝাঁপ দেয়। এখন পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি। 

জানা গেছে, দুজনেই আসানসোল অরুণোদয় স্কুলের পড়ুয়া, বলা হচ্ছে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।গুঞ্জন রয়েছে যে সোনুর পরিবার পুনমের সাথে সোনুর ঘনিষ্ঠতা পছন্দ করেনি।  তাঁর জেরেই নাকি শনিবার ভোর ৪ টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোক তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ সোনুর পরিবার।

এদিকে রবিবার সকাল থেকে চলছে খাদানের মধ্যে তল্লাশি অভিযান। ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় কাউন্সিলর উৎপল সিংহ। তিনি বলেন,আমরা কালকে খবর পেয়ে চলে আসি,  পুলিশ এসেছে। ডিজাস্টার টিম কাজ করছে। 

ইন্দর দেব সিং মৃতার ভাই জানায়, আমার বোন খাদানে ঝাঁপ দিয়েছে এটা শুনে আমরা দৌড়ে গিয়ে বাঁচানোর জন্য যাই। ২৪ ঘন্টা পেরিয়ে গেল কিন্তু এখনো মৃতদেহ উদ্ধার করা যায়নি তবে প্রশাসন উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।