Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিজেপির মহিলা মোর্চার কর্মী সম্মেলন


 

বিজেপির মহিলা মোর্চার কর্মী সম্মেলন 


অতনু হাজরা, জামালপুর : আগামী বিধানসভা নির্বাচনে মহিলা কর্মীদের আরো বেশি করে যোগদান করানোর জন্য জামালপুর বিধানসভার মহিলা মোর্চার এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলার মহিলা মোর্চার সভানেত্রী রাধারানী সাহা, সহসভানেত্রী মামন সাহা, সম্পাদিকা হেনারানী মন্ডল ও টুম্পা চ্যাটার্জী।



 এছাড়াও উপস্থিত ছিলেন জেলার কার্যকরী কমিটির সদস্য প্রণতি ঘোষ ও মন্ডল মহিলা মোর্চার সভানেত্রীরা সহ জামালপুর বিধানসভার কনভেনর জিতেন ডকাল।মহিলাদের নেতৃত্বে কিভাবে আগামী দিনে বিজেপির কর্মসূচী গুলো এগিয়ে নিয়ে যাওয়া হবে সে বিষয়ে শনিবারের কর্মী সম্মেলনে বিশদে আলোচনা হয়। এদিনের কর্মী সম্মেলনে যথেষ্ঠ উজ্জীবিত মহিলা কর্মীরা।