বিজেপির মহিলা মোর্চার কর্মী সম্মেলন
অতনু হাজরা, জামালপুর : আগামী বিধানসভা নির্বাচনে মহিলা কর্মীদের আরো বেশি করে যোগদান করানোর জন্য জামালপুর বিধানসভার মহিলা মোর্চার এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলার মহিলা মোর্চার সভানেত্রী রাধারানী সাহা, সহসভানেত্রী মামন সাহা, সম্পাদিকা হেনারানী মন্ডল ও টুম্পা চ্যাটার্জী।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলার কার্যকরী কমিটির সদস্য প্রণতি ঘোষ ও মন্ডল মহিলা মোর্চার সভানেত্রীরা সহ জামালপুর বিধানসভার কনভেনর জিতেন ডকাল।মহিলাদের নেতৃত্বে কিভাবে আগামী দিনে বিজেপির কর্মসূচী গুলো এগিয়ে নিয়ে যাওয়া হবে সে বিষয়ে শনিবারের কর্মী সম্মেলনে বিশদে আলোচনা হয়। এদিনের কর্মী সম্মেলনে যথেষ্ঠ উজ্জীবিত মহিলা কর্মীরা।