Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ধমানে রক্তদানের মাধ্যমে খাদ্য আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানালো সিপিআই(এম)


 

বর্ধমানে রক্তদানের মাধ্যমে খাদ্য আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানালো সিপিআই(এম)


ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ৩১ আগস্ট খাদ্য আন্দোলনের শহীদ দিবস। আজ খাদ্য আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালো সিপিআই(এম) বর্ধমান শহর ২ নং এরিয়া কমিটি। এই উপলক্ষে এদিন একটি রক্তদান শিবির আয়োজন করা হয় ।সিপিআই(এম) এর পূর্ব বর্ধমান জেলা সদর দপ্তর পার্কাস রোড কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন সিপিআই(এম) পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক অচিন্ত্য মল্লিক। 


 উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরি, রাজ্য কমিটির সদস্য অমল হালদার, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অরিন্দম কোণার, তাপস সরকার ও অপূর্ব চ্যাটার্জী। বক্তব্য রাখেন অচিন্ত্য মল্লিক ও এরিয়া সম্পাদক তরুন রায়। রক্তদান শিবিরে রক্তদাতাদের মধ্যে যে উৎসাহ পরিলক্ষিত হয় তা এককথায় অভূতপূর্ব। মোট ৫০ জন রক্তদান করেন। এর মধ্যে মহিলা রক্তদাতা ছিলেন ৮ জন। করোনা স্বাস্থ্যবিধির কারণে সরকারী নিয়মানুযায়ী ৫০ জন শিবিরে রক্তদান করেন। রক্ত দিতে লাইনে দাঁড়িয়ে ছিলেন ৭৬ জন। নিয়মের কারণে অনেকেই ফিরে যেতে বাধ্য হন।